বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশুমান ভৌমিক

শোবিজ প্রতিবেদক

দেশে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব’। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় সাত দিনের এ উৎসব। এতে বাংলাদেশসহ সাতটি দেশ অংশ নিয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উৎসবে সাতটি মঞ্চনাটক ও একটি নৃত্যনাট্য পরিবেশিত হয়। এ উৎসবে ভারতীয় প্রতিনিধি হিসেবে এসেছেন দুই বাংলায় নাট্যতাত্ত্বিক হিসেবে খ্যাতি অর্জন করা অংশুমান ভৌমিক। তিনি এ উৎসব নিয়ে বলেন, ‘আমি এ ফেস্টিভ্যালে ভারতীয় প্রতিনিধি হিসেবে এসেছি। উদ্বোধনী আয়োজনে ধৃতি নর্তনালয়ের ‘মায়ার খেলা’ শুধু দেখতে পারিনি। বাংলাদেশের ‘জয়তুন বিবির পালা’ অসাধারণ লেগেছে! প্রায় দেড় ঘণ্টা কী চমৎকার করে সবাই পালাটি করল। আর ভারতীয় নাট্যবিদ রতন থিয়ামের নির্দেশনায় ‘ম্যাকবেথ’ প্রদর্শিত হয়। অংশুমান বলেন, বাংলাদেশের বরিশাল কিন্তু আমার দেশ। উৎসব বাস্তবায়নে ছিল শিল্পকলা একাডেমি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট আইটিআই বাংলাদেশ কেন্দ্র এবং সার্বিক সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

সর্বশেষ খবর