শুক্রবার, ২৮ জুন, ২০১৯ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘চার্লি’ নাটকের একটি দৃশ্য

প্রদর্শনী

বেঙ্গলের প্রদর্শনী একদল তরুণ শিল্পীর শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে ‘অযান্ত্রিক’ ও ‘আনসিন’ নামের দুটি দলীয় প্রদর্শনী। প্রদর্শনী শেষ হবে ৩ আগস্ট।

 

কলাকেন্দ্রে প্রদর্শনী

জয়া শহরিন হকের চিত্রকর্ম নিয়ে মোহাম্মদপুরের কলাকেন্দ্র গ্যালারিতে চলছে ১৮ দিনের একক চিত্রকর্ম প্রদর্শনী। ৯ জুলাই শেষ হবে এই প্রদর্শনী।

 

নাটক

নাট্যধারার ‘চার্লি’

আজ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাট্যধারার চার্লি। রচনা ও নির্দেশনা লিটু সাখাওয়াত।

 

কাল শেকসপিয়রের ‘হ্যামলেট’

কাল শিল্পকলা একাডেমি মঞ্চায়ন করবে ‘হ্যামলেট’। সন্ধ্যা সাতটায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে।

উইলিয়াম শেকসপিয়রের রচনায় প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের

রূপান্তরে নাটকটির নির্দেশনায় রয়েছেন আতাউর রহমান।

প্রযোজনা উপদেষ্টায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

‘হেলেন কেলার’-এর রজতজয়ন্তী

হেলেন কেলারের ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে মনোড্রামা ‘হেলেন কেলার’-এর প্রদর্শনী করেছে স্বপ্নদল। গতকাল সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। রচনায় অপূর্ব কুমার কু-ু ও নির্দেশনায় জাহিদ রিপন। অভিনয়ে জুয়েনা শবনম এবং প্রযোজনা-ব্যবস্থাপক শাখাওয়াত শ্যামল।

 

অন্যান্য

টুসির চলচ্চিত্র ‘মীনালাম’

গতকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সুবর্ণা সেঁজুতি টুসির চলচ্চিত্র ‘মীনালাম’-এর প্রদর্শনী হয়।

 

নজরুলের গান ও স্বরলিপি প্রকাশ

আজ আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত ১২৩৮টি নজরুলসংগীতের ডিভিডি ও নজরুলের পাঁচটি স্বরলিপি প্রকাশ করছে কবি নজরুল ইনস্টিটিউট। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ডিভিডি ও গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর