সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পাপেট শো নিয়ে নওশাবা

শোবিজ প্রতিবেদক

পাপেট শো নিয়ে নওশাবা

কাজী নওশাবা আহমেদ। অভিনয়ের পাশাপাশি সেবামূলক কাজে অনেক আগে থেকেই যুক্ত। অনেক দিন ধরে নওশাবা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর সঙ্গে জড়িত আছেন। এদিকে সিসিমপুরের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। ফলে পাপেটের সঙ্গে তার পুরনো প্রেম। তাই পুতুলদের নিয়েই সমাজের জন্য কিছু করতে চলেছেন তিনি। সম্প্রতি তিনি ‘টুগেদার উই ক্যান’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান গঠন করেছেন। ৬ জুলাই ছায়ানট অডিটোরিয়ামে সন্ধ্যা ৭টায় পরিবেশিত হবে টুগেদার উই ক্যানের পাপেট শো ‘মুক্তি আলোয় আলোয়’-এর দ্বিতীয় মঞ্চায়ন। রচনা এজাজ ফারাহ। পাপেট শোর পরিচালনায় রয়েছেন নওশাবা। প্রদর্শনীতে অংশ নেবেন সাভারের সিআরপির কয়েকজন পক্ষাঘাতগ্রস্ত নারী-পুরুষ। নওশাবা বলেন, ‘কারও জীবনের সত্যিকারের গল্প থেকে পাপেট শো হয়েছে, তা কখনো শুনেছেন? রত্নার এ গল্পটির মাধ্যমে আমরা নারী সমাজকে সচেতন ও অনুপ্রাণিত করার চেষ্টা করব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর