সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বন্ধ হয়ে গেল পার্বতীপুরের উত্তরা টকিজ

শোবিজ প্রতিবেদক

অবশেষে বন্ধ হয়ে গেল পার্বতীপুরের একমাত্র সিনেমা হল উত্তরা টকিজ। দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও রমজান মাস থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় সিনেমা হলটি। শুধু তাই নয়, ইতিমধ্যে যৌথ মালিকানার এই সিনেমা হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে ২০০৪-০৫ সালের দিকে সাগর টকিজ নামের আরেকটি সিনেমা হল বন্ধ হয়ে যায়। ১৯৮৫ সালে পার্বতীপুর  পৌর শহরের নতুন বাজারে যৌথ মালিকানায় নির্মাণ করা হয় উত্তরা টকিজ নামে এই সিনেমা হলটি। এই বিষয়ে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ‘এই সিনেমা হলের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে দুই বছর আগে থেকেই।’  
একসময় সিনেমা হলটি ছবি প্রদর্শনে জৌলুস ছড়াতো শহর থেকে গ্রামগঞ্জ পর্যন্ত। পার্শ্ববর্তী বদরগঞ্জ ও চিরিরবন্দর উপজেলা থেকেও ছবি উপভোগের জন্য দর্শক সমাগম ঘটত হলটিতে। উত্তরা টকিজ ছাড়াও পার্বতীপুর ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা ও সাগর টকিজ নামের দুইটি সিনেমা হল বন্ধ হয়ে যায়। ফলে উত্তরাই ছিল পার্বতীপুরের একমাত্র সিনেমা হল। কিন্তু দীর্ঘদিন ধরে সিনেমা হলের পরিবেশ ও আপত্তিকর কর্মকান্ডেঢ় সাধারণ দর্শকরা হল থেকে মুখ ফিরিয়ে নেয়। এতে দর্শক চাহিদা কমতে থাকে। ফলে হল কর্তৃপক্ষ সিনেমা হলের প্রধান ফটকে তালা মেরে বন্ধ করে দেন এর কার্যক্রম।

সর্বশেষ খবর