বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কী হবে ঈদের ছবির বাজার

মানসম্মত ছবি নির্মাণ করে অন্তত ঈদে হলেও ছবির বাজার চাঙ্গা করুন আমাদের বাঁচান

আলাউদ্দীন মাজিদ

কী হবে ঈদের ছবির বাজার

আসছে ঈদুল আজহায় কটি ছবি মুক্তি পাচ্ছে? ছবির ব্যবসা কেমন হবে? বিগ বাজেটের ছবি আসছে কিনা? এসব প্রশ্ন এখন প্রদর্শক আর দর্শকদের। কারণ ঈদ মানেই উন্নতমানের গান, গল্প, নির্মাণের ছবি। যা গত কয়েক দশক ধরে তেমনভাবে পাওয়া যাচ্ছে না। দুই হাজার সালের প্রথম দিক থেকেই ঈদের ছবি মানেই শাকিব খান। এ নায়কের ছবি মুক্তি পেলে সিনেমা হলে দর্শকের ভিড় দেখা যায়। সিনেমা হল মালিকদের কথায় শাকিবের ছবি পেলে শুধু ঈদ নয়, সবসময়ই আয়ের মুখ দেখা যায়। এ কথার প্রমাণ সর্বশেষ গত ঈদুল ফিতরেও পাওয়া গেছে। গত ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘পাসওয়ার্ড’ এবং ‘নোলক’ ছবি দুটি। এর মধ্যে পাসওয়ার্ড সুপার হিট এবং নোলক গড় ব্যবসা করে। মুক্তি পাওয়া শাকিববিহীন অন্য ছবিগুলো একদমই সুবিধা করতে পারেনি।

আসন্ন ঈদুল আজহায় যেসব ছবি মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে তার মধ্যে রয়েছে শাকিব-বুবলীর ‘মনের মত মানুষ পাইলাম না’, শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত অভিনীত ‘শাহেনশাহ’, শাকিব-বুবলীর ‘একটু প্রেম দরকার’, আরিফিন শুভ-বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সাপলুডু’, আরিফিন শুভ-ঐশী অভিনীত ‘মিশন এক্সট্রিম’, স্পর্শিয়া-জনের ‘বন্ধন’ রোশান-ববির ‘বেপরোয়া’ এবং সুনেরাহ-শরিফুল রাজের ‘ন ডরাই’। এ ছাড়া সিয়াম-পূজার শান, সিয়াম-পরীমনির বিশ্বসুন্দরী, জয়া আহসানের বিউটি সার্কাস, মাহিয়া মাহির আমার মা আমার বেহেশত ছবিগুলোও ঈদে আসতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। প্রদর্শকদের কথায় এখন দেখার বিষয় আসলে এগুলোর মধ্যে ঈদে শেষ পর্যন্ত কোন ছবিগুলো মুক্তি পায়। কারণ প্রতিবারই ঈদের আগ মুহূর্তে বদলে যায় ঈদের ছবি মুক্তির হিসাব-নিকাশ। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ঈফতেখার নওশাদ জানান, চলতি বছরে গত শুক্রবার পর্যন্ত ২৩টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে ব্যবসা সফল হয়েছে ঈদে মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’ ছবিটি। মানে ঈদে মুক্তি পাওয়া ছবিটি দিয়েই হল মালিকরা ৬ মাসে কিছুটা অর্থ ঘরে তুলেছে।

সিনেমা হল মালিকরা বলছেন, গত ৬ মাসে মানসম্মত ছবির অভাবে প্রচ- খরায় কেটেছে সিনেমা হলের ব্যবসা। ঈদুল ফিতরে ‘পাসওয়ার্ড’ ছবিটি চরম খরায় স্বস্তির বৃষ্টি এনে দিয়েছে। তারা বলছেন গত বছর পর্যন্ত ঈদে জাজ মাল্টিমিডিয়ার বিগ বাজেট ও অ্যরেঞ্জমেন্টের ছবি পেয়ে নিশ্চিতভাবে ব্যবসা করা যেত। বর্তমানে প্রতিষ্ঠানটি ছবি নির্মাণে সক্রিয় না থাকায় ঈদের ছবির ব্যবসা নিয়ে হল মালিকদের অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। তাদের কথায় আশা করছি ঈদুল আজহায় আবার শাকিব খানের অথবা অন্য কোনো মানসম্মত ছবি দিয়ে সারা বছরের সিনেমা হল চালানোর মতো খরচ তুলে আনতে পারব। নির্মাতাদের প্রতি প্রদর্শকরা অনুরোধ জানিয়ে বলেন, মানসম্মত  ছবি নির্মাণ করে অন্তত ঈদে হলেও ছবির বাজার চাঙা করুন এবং নিজেরাও বাঁচুন আমাদেরকেও বাঁচান আর দর্শকদের কাক্সিক্ষত বিনোদন দিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর