বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতে বন্যা মির্জা

শোবিজ প্রতিবেদক

মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতে বন্যা মির্জা

দীর্ঘ প্রায় সাত বছর পর ফের রুপালি পর্দায় দেখা মিলবে টিভি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী বন্যা মির্জার। হাসান আজিজুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক একটি গল্প নিয়ে নির্মিত ‘ঘর গেরস্থি’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। ইতিমধ্যে চলচ্চিত্রের বেশ কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। বাকি কাজও দ্রুত শেষ করে এ বছরই চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে বলে জানালেন বন্যা মির্জা। চলচ্চিত্রটির জন্য নিজেও অপেক্ষা করে আছেন উল্লেখ করে বন্যা মির্জা বলেন, ‘আমি খুব উচ্ছ্বসিত চলচ্চিত্রটি নিয়ে। এটি মূলত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি। তবে এর আবহ আলাদা। এর মধ্যে ভিন্ন ধরনের আবেদন আছে। ছবিতে একটি পরিবারকে দেখানো হবে। যারা যুদ্ধের সময় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। যুদ্ধ শেষে নিজেদের বাড়িঘর ফিরে পেতে আবারও যুদ্ধে নামতে হয় তাদের। এভাবেই এগোতে থাকে গল্প। আমার বিশ্বাস, ঘর গেরস্থি ভালোমানের একটি ছবি হতে যাচ্ছে।’ অভিনেত্রী বন্যা মির্জাকে নায়িকা হিসেবে সর্বশেষ দেখা গেছে মাসুদ আখন্দের পরিচালনায় ‘পিতা’ চলচ্চিত্রে। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি মুক্তি পায় ২০১২ সালের ২৮ ডিসেম্বর।

সর্বশেষ খবর