বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শুরু জাতীয় চারুকলা প্রদর্শনী

শোবিজ প্রতিবেদক

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী। আট শিল্পীকে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে এটি শুরু হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার পেয়েছেন শিল্পী কামরুজ্জামান। প্রদর্শনী চলবে ২১ জুলাই পর্যন্ত। গত সোমবার প্রদর্শনী উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে বক্তব্য দেন চারুকলা বিভাগের পরিচালক শিল্পী আশরাফুল আলম পপলু।

সর্বশেষ খবর