বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

টেলিভিশনে ঈদ আয়োজনের প্রস্তুতি

টেলিভিশনে ঈদ আয়োজনের প্রস্তুতি
ঈদের আনন্দকে রাঙিয়ে তুলতে টিভি চ্যানেলগুলো আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। এবারও প্রস্তুতি চলছে ভিন্ন স্বাদের বাহারি অনুষ্ঠান তৈরির। অনুষ্ঠান পরিকল্পনা নিয়ে চ্যানেল সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন-  পান্থ আফজাল

 

রোজার ঈদের বিরতি শেষে আবার শুরু হয়েছে শুটিং ব্যস্ততা। কোরবানি ঈদের কাজ নিয়ে রাজধানীর উত্তরা, পুবাইলসহ প্রায় সব শুটিং হাউসে ব্যস্ত নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা। পুবাইল, বসুন্ধরা ৩০০ ফিট ও উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং হচ্ছে একাধারে। ‘জলকুমারী’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের দৃশ্যায়ন শেষ হয়েছে। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি নির্মাণ করছেন নিয়াজ মাহবুব। এতে অভিনয় করছেন শারমিন জোহা শশী, মৌটুসী বিশ্বাস, তানভীরসহ অনেকেই। শিগগিরই জলকুমারী নাটকটি বিটিভিতে প্রচার হবে। সাগর জাহানের ধারাবাহিক ‘সোনার খাঁচা’র শুটিং করছেন। এটির রচনায় বৃন্দাবন দাস। মোশাররফ করিম অভিনীত ‘ফুল এইচডি’ নাটকের শুটিং শেষ হয়েছে। এদিকে  কিছুদিন ধরেই চলছে চলচ্চিত্র-নাটক নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর শুটিং। আপন ঘর, মন্দিরা, আনন্দবাড়ী, ক্ষণিকালয়, স্বপ্নীলসহ বেশ কিছু শুটিং হাউসে ঈদের কাজের শুটিং নিয়ে ব্যস্ত সবাই। উত্তরার ৩ নম্বর সেক্টরের ক্ষণিকালয়ে চলছে চ্যানেল আইয়ের জন্য নির্মিত আবু হায়াত মাহমুদ পরিচালিত ধারাবাহিক ‘গোল্ডেন ভাই’-এর শুটিং। নির্মাতা তপু খান শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ঈদে আরও করবেন ৭টি কাজ। এদিকে প্রীতি দত্ত ঈদের পর জোভান, তাহসানকে নিয়ে দুটি নাটক নির্মাণ করবেন বলে জানান। নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এখনো ঈদের কাজের শুটিং শুরু করেননি। নাটকের নির্মাতা সালাউদ্দিন লাভলু, তুহিন হোসেন, কাজল আরেফিন অমি, শামীম জামান, মীর সাব্বির, বি ইউ শুভ, শ্রাবণী ফেরদৌস, সরদার রোকন, সকাল আহমেদ, সাখাওয়াত মানিক, স্বাধীন ফুয়াদ, দীপু হাজরা, মাবরুর রশীদ বান্নাহ, সাজ্জাদ সুমন, সেতু আরিফসহ অনেকেই। নাগরিক টিভির অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘এবার নাগরিক টিভি ৭ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এবারের কোরবানি ঈদের আয়োজন হবে আরও জমজমাট। ৭ দিনে ৫টি তারকানির্ভর কমেডি ধারাবাহিকে দেখা যাবে মোশাররফ করিম, মীর সাব্বির, আ খ ম হাসানসহ প্রিয় তারকাকে। এটি চলবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। অন্যদিকে এই সময়ের জনপ্রিয় তারকা অপূর্ব, মেহজাবিন, আফরান নিশো, তানজিন তিশা, সাফা কবির, সাবিলা নূরকে নিয়ে ১৪টি এক ঘণ্টার উৎসবের নাটক প্রচারিত হবে। নায়ক সালমান শাহ, মান্না, শাকিব খান, অপু বিশ্বাস, পূর্ণিমা, বুবলী, শাবনূর, মৌসুমি, পপিকে নিয়ে বাংলা ১৪টি সুপারহিট সিনেমা প্রচারিত হবে। রাত ১১টা থেকে মমতাজ, কণা, এস আই টুটুল, শফি ম-ল, নোবেলকে নিয়ে চলবে লাইভ গানের অনুষ্ঠান। বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান তারেক আখন্দ ঈদ আয়োজনের প্রস্তুতি নিয়ে বলেন, ‘গতবারের মতো এবারও বাংলাভিশন প্রস্তুতি নিচ্ছে বর্ণাঢ্য আয়োজনের। তবে এখনো সব কিছু চূড়ান্ত হয়নি। তবে এবারও ৮ দিনব্যাপী আয়োজনে থাকছে এক ঘণ্টার নাটক, টিলিফিল্ম, মমতাজের বিশেষ কনসার্টসহ বেশ কিছু সেলিব্রেটি শো। এর মধ্যে ঈদের আগের দিন থেকে ৮ দিন ব্যাপী বিভিন্ন সময়ে প্রচার হবে ২৫ থেকে ২৭টি একক নাটক, ৭টি টেলিফিল্ম, ৭ থেকে ১০টি পূর্ণদৈঘ্য চলচ্চিত্রসহ বেশ কিছু বিনোদনমূলক অনুষ্ঠান। দীপ্ত টেলিভিশনের সুবর্ণা পারভীন জানান, ‘৫ দিন বা ৭ দিনব্যাপী অনুষ্ঠান পরিকল্পনা হয়ে গেছে। থাকছে ১৫টি সিঙ্গেল নাটক, ১০টি মুভি, ১ সিরিয়াল ৫ পর্বে ৫ দিন প্রচার হবে। ৫ দিন ধরে থাকছে সিলেব্রেটি ড্যান্স ও সিলেব্রেটি গেম শো, সিনেমার গান। তবে কিছু নিয়মিত অনুষ্ঠান বাদে শুধু সুলতান সুলেমান ও ফাতমাগুল তার্কিস সিরিয়াল দুটি প্রচার হবে। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন জানান, ‘এবারের ঈদের আয়োজনে নিয়মিত অনুষ্ঠানের সঙ্গে ৭ দিনব্যাপী আয়োজনে থাকছে ৭টি একক নাটক, ৫ থেকে ৭টি ধারাবাহিক, বৈশাখী গানের অনুষ্ঠান, সিনেমার গান, প্রিয় শিল্পীর সেরা গান, গানে গানে ঈদ আনন্দ। এদিকে এনটিভির প্রোগ্রাম ও কমিউনিকেশনের সিনিয়র এক্সিকিউটিভ পাভেল ইসলাম বলেন, ‘ঈদের অনুষ্ঠানসূচি এখনো চূড়ান্ত হয়নি। সপ্তাহ খানেক সময় লাগবে। তবে গতবারের মতোই অনষ্ঠানমালা সাজানো হবে। ১৪টি সিঙ্গেল নাটক, ৭টি টেলিফিল্ম প্রচার হবে। শুধু একটি ইনহাউস প্রোডাকশন সিলেব্রেটি রান্নার অনুষ্ঠান নতুন করে যুক্ত হচ্ছে। বিটিভি সূত্র মতে জানা যায়, এবারের ঈদে ১২ থেকে ১৪ তারিখ রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান প্রচার হবে। এর পরে ১৫ আগস্ট থেকে ১৬ আগস্ট নিয়মিত অনুষ্ঠান প্রচারে থাকছে না। তবে ঈদের আয়োজনে বরাবরের মতোই থাকছে আনজাম মাসুদের উপস্থাপনায় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন, ঈদ আনন্দমেলা, ছায়াছন্দ, গান ও নাচের অনুষ্ঠান ও বাংলা ছবি। টিভিতে চোখ রেখে পরিবারের সঙ্গে ভাগ করা ঈদের আনন্দ যেন কোনোভাবেই কমে না যায়, সেজন্য কমপক্ষে এক সপ্তাহ ঈদ আয়োজন করেছে প্রায় সব অনুষ্ঠানপ্রধান টিভি চ্যানেলগুলো। একক নাটক, বিশেষ নাটক, ঈদ ধারাবাহিকসহ ম্যাগাজিন অনুষ্ঠান ও সিনেমা প্রচার হবে।

সর্বশেষ খবর