শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মিতুর ব্যস্ততা

মিতুর ব্যস্ততা

গানের পাশাপাশি পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন মিতু কর্মকার। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ভারতের গুজরাটের মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ে (এমএসইউ) হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত বিষয়ে পড়াশোনা নিয়ে। সেখানে স্নাতক চতুর্থ সেমিস্টার চলছে মিতুর।

এমএসইউতে ইংরেজি, হিন্দি, গুজরাটি, তামিল, তেলেগু এই পাঁচটি ভাষায় পরীক্ষা দেওয়া যায়। মিতু কর্মকার বেছে নিয়েছেন আন্তর্জাতিক ভাষা ইংরেজিকেই। এরই মধ্যে মিতু নিজেকে বাংলাদেশে সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন ভালোভাবেই। বেশ কয়েকটা অ্যালবামও বের হয়েছে তার। সম্প্রতি আবারও বাংলাদেশ ঘুরে গেলেন এই শিল্পী। এরই মধ্যে তিনটি নতুন গানের কাজ শেষ করেছেন তিনি। তার মধ্যে রয়েছে জয় শাহারিয়ারের কথা, সুর ও সংগীতে ‘হয়ত’, আশরাফ শফির কথায়, রেজওয়ান সাজ্জাদের সুর এবং শানের সংগীতায়োজনে ‘নোনাজলে’। এছাড়া ইমন চৌধুরীর সুর ও সংগীতে ‘মা-এর জন্য গান’। গানটির কথা লিখেছেন আশরাফুল আলম রিপন। এ প্রসঙ্গে মিতু বলেন, ‘এমএসইউতে আমি ভারতীয় রাগ সংগীতে স্নাতক করছি। আমি প্রতিবারই বাংলাদেশে এসে কোনো না কোনো নতুন গানের কাজ করি। এবারও তিনটি নতুন গানের কাজ শেষ করেছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর