শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর  জুড়ে ছুটির আমেজ

জাতীয় চারুকলা প্রদর্শনীতে পুরস্কারপ্রাপ্তরা

প্রদর্শনী

বেঙ্গলের প্রদর্শনী ‘অযান্ত্রিক’ ও ‘আনসিন’

একদল তরুণ শিল্পীর শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে ‘অযান্ত্রিক’ ও ‘আনসিন’ নামের দুটি দলীয় প্রদর্শনী। দুটি প্রদর্শনীই শেষ হবে ৩ আগস্ট।

 

নাটক

আজ ‘সোনাই মাধব’

আজ শিল্পকলায় মঞ্চায়ন হবে লোকনাট্যদলের নিজস্ব প্রযোজনার নাটক ‘সোনাই মাধব’। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ

থিয়েটার হলে মঞ্চায়ন হবে এই পালা নাটকটি।

 

আজ দেশ নাটকের নিত্যপুরাণ

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে আজ সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’। নির্দেশনায় মাসুম রেজা। এটিতে দ্রোপদী চরিত্রে এবার মঞ্চে দেখা যাবে সুষমা সরকারকে।

 

নাগরিক নাট্যাঙ্গনের থিয়েটার স্কুল

নাগরিক নাট্যাঙ্গন দেশের প্রথম সারির নাট্যদল। স্বাধীনতা-উত্তর বাংলা নাট্য আন্দোলনের প্রজ্ঞাবান নাট্যকৃতী ড. ইনামুল হক ও লাকী ইনামের নিরবচ্ছিন্ন সংযুক্ততায় এ দলটির গতিময়তা। নাগরিকের দীর্ঘপথ চলায় ২০০৫ সালে দলের তত্ত্বাবধানে থিয়েটার নিয়ে স্কুল NNID -এর প্রতিষ্ঠা। ২৪টি সফল ব্যাচের সমাপ্তি ও ২৫টি নাট্য প্রযোজনার পর ২৫তম ব্যাচে শিক্ষার্থীদের ভর্তি চলছে।

অন্যান্য

আড্ডায় শিমুল ইউসুফ-সারা যাকের

দর্শকের মুখোমুখি হয়ে কথা বলবেন দুই নাট্যব্যক্তিত্ব শিমুল ইউসুফ ও সারা যাকের।

থিয়েটার ডিরেক্টরস ইউনিটি বাংলাদেশের আয়োজনে ১৯ জুলাই সকাল সাড়ে ১০টায় রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠানটি হবে। থিয়েটার ডিরেক্টরস ইউনিটির সমন্বয়ক অনন্ত হিরা।

 

চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন পুরস্কার  প্রদান অনুষ্ঠিত

ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০১৯-এ একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেনের নামে প্রবর্তিত পুরস্কার প্রদান করা হয়। প্রদর্শনী উদ্বোধনের পাশাপাশি বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। এই আয়োজনে চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন পুরস্কার পেয়েছেন ফারিয়া খানম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর