মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভালো নেই এফডিসির কর্মচারীরা

শোবিজ প্রতিবেদক

ভালো নেই এফডিসির কর্মচারীরা

চাকরি থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন ধরে পাওনা বঞ্চিত এফডিসির কর্মচারীরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত অবসরে যাওয়া ৭২ জন কর্মচারীর মধ্যে পাওনার জন্য দেন দরবার করতে করতে ইতিমধ্যে ২১ জনের মৃত্যুও ঘটেছে। অবসরপ্রাপ্তরা গ্রাচ্যুইটি ও ছুটি নগদায়ন হিসেবে পাবেন ৯ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার ৫৮৮ টাকা। যারা বেঁচে আছেন তাদের বেশিরভাগই অর্থের অভাবে পরিবার পরিজন নিয়ে অর্ধহার-আনাহারে আছেন। অসুস্থরা চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছেন। এফডিসি কর্তৃপক্ষ বলছে ছবি নির্মাণ কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন চরম লোকসানে আছে। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতনের পরিমাণ প্রায় ১ কোটি ১১ লাখ টাকা। কিন্তু মাসিক আয় ৬০ থেকে ৭০ লাখ টাকার মতো। এ অবস্থায় অস্তিত্ব সংকটে পড়েছে এফডিসি। এফডিসির

এমডি মো. আবদুল করিম জানান, অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া পরিশোধকল্পে সরকারি অনুদানের জন্য গত ৪ জুলাই তথ্য মন্ত্রণালয়ের বরাবরে একটি আবেদনপত্র পাঠিয়েছেন তিনি। অবসরপ্রাপ্ত অসহায় কর্মচারীদের বাঁচাতে সরকার শিগগিরই এ আবেদন পূরণ করবেন বলে তিনি আশাবাদী।

 

সর্বশেষ খবর