বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিপাকে মিলা

পান্থ আফজাল

বিপাকে মিলা

সংকট যেন কাটছেই না সংগীতশিল্পী মিলার। নিজের পাতা জালে যেন নিজেই জড়িয়ে পড়েছেন। এবার সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ফেঁসে যাচ্ছেন তিনি। পারভেজ সানজারীকে অ্যাসিড নিক্ষেপ করতে সহকারী কিমকে নির্দেশ দিয়েছেন কণ্ঠশিল্পী মিলা নিজেই- পুলিশের রিমান্ডে এমন তথ্য জানিয়েছেন মিলার সহকারী ও ব্যক্তিগত দেহরক্ষী কিম জন পিটার হালদার। কিছুদিন আগে মিলার সাবেক স্বামী পারভেজ সানজারী দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হন। অ্যাসিডে সানজারীর পা, কাঁধ ও হাতের বেশকিছু জায়গা ঝলসে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এরপর এ গায়িকার বিরুদ্ধে গত ৫ জুন অ্যাসিড হামলার অভিযোগে মামলা করেন এস এম পারভেজ সানজারীর বাবা এস এম নাসির উদ্দিন। উত্তরা পশ্চিম থানায় দায়ের করা এ মামলায় মিলা ছাড়াও তার সহকারী পিটার কিমকে আসামি করা হয়। জানা যায়, কিম জন পিটার হালদার দীর্ঘ পাঁচ বছর ধরে মিলার ‘মিউজিক রোবট’ ব্যান্ডদলে জিনিসপত্র বহনের কাজ করতেন। পারভেজকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গত বুধবার রাজধানীর একটি এলাকা থেকে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন পিটার।

মিলা ইসলাম বলেন, ‘যেভাবে তাকে (কিম জন পিটার হালদার) রিমান্ডে মারধর করা হয়েছে আর কী বলব? মারধর করে আমার নাম বলাতে পারে। কিন্তু আমি এ ধরনের কোনো তথ্য জানি না।’

এ বিষয়ে মামলার বাদী পারভেজ সানজারী বলেন, ‘আমি আগে থেকেই নিশ্চিত ছিলাম মিলার নির্দেশেই আমাকে অ্যাসিড মারা হয়েছে। তদন্ত কর্মকর্তারা তার জামিন বাতিল চেয়ে আবেদন করতে পারেন, তা না হলে বাদী হিসেবে আমিও আমার উকিলদের সঙ্গে এ বিষয়ে কথা বলছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর