বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

‘রূপা ভাবী’তে তারিন-চঞ্চল

শোবিজ প্রতিবেদক

‘রূপা ভাবী’তে তারিন-চঞ্চল

‘দাঁত থাকতে বাঙালি দাঁতের মর্যাদা দেয় না। এই যে রূপা এতদিন সংসারের সবকিছুর দায়িত্ব নিয়ে সামলে গেছে, আমরা কি কেউ তাকে প্রতিদান দিতে পেরেছি? আমাদের রূপারা প্রতিদান আশা করে না। কিন্তু তবু কী আমরা কোনোদিন বলেছি ধন্যবাদ রূপা, তুমি আসলে পরিবারের জন্য অনেক কিছুই করেছ। কিন্তু আমরা তাও বলি না, আমরা কত কৃপণ।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী এমনই বিষয়কে উপজীব্য করে নিয়ে নির্মিত নাটক ‘রূপা ভাবী’র সম্পর্কে অল্প কথায় তুলে ধরার চেষ্টা করেন। মেজবাহ উদ্দিন সুমনের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ পারিবারিক গল্পের নাটক ‘রূপা ভাবী’। এ প্রসঙ্গে তারিন বলেন, ‘রূপা ভাবী নাটকটির গল্প প্রত্যেকটি মানুষের বিবাহিত জীবনের একটি অংশ। সবাই এই গল্পের সঙ্গে কোথাও না কোথাও নিজের জীবনের কিছুটা হলেও মিল খুঁজে পাবেন।’

সর্বশেষ খবর