বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানে বিশেষভাবে সম্মানিত শবনম

শোবিজ প্রতিবেদক

পাকিস্তানে বিশেষভাবে সম্মানিত শবনম

বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী শবনম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ তারকার প্রথম অধ্যায়টি ছিল পাকিস্তানে। ১৯৬২ সালে উর্দু চলচ্চিত্র ‘চান্দা’র মাধ্যমে নাম ছড়ায় তার। এরপর ‘তালাশ’ দিয়ে পাকিস্তানিদের মুগ্ধ করেন। তাই পাকিস্তানের সিনেমামোদীর কাছে ‘শবনম’ নামটি হৃদয়ে গেঁথে গেছে। এরই পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই করাচি শহরের একটি অনুষ্ঠানে এক অভূতপূর্ব ঘটনা দেখা গেল। আয়োজন করা হয়েছিল চলচ্চিত্র বিষয়ক পুরস্কার অনুষ্ঠান ‘স্টাইল অ্যাওয়ার্ডস’। যেখানে বিশেষভাবে সম্মানিত করা হয় শবনমকে। আতিফ আসলাম মঞ্চ থেকে নেমে এসে শবনমকে পা ছুঁয়ে সম্মান করেন। এরপর হাত ধরে তাকে নিয়ে যাওয়া হয় মঞ্চের ওপরে। এর সঙ্গে গান গেয়ে কখনো তার কাছে দোয়া চেয়েছেন, কখনো শ্রদ্ধার কথাটিও জানান আতিফ! গেয়েছেন, ‘তেরে বিনা মেরে জীবন কুছ নেহি’ গানটি। আর তখন চারদিকে চলে হর্ষধ্বনি আর দুহাত উজাড় করে দেওয়া করতালি। অনুষ্ঠানে শবনমকে উৎসর্গ করে একটি ভিডিও দেখানো হয়। ‘আয়না-২’ শিরোনামের ছবিতে কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। এটি ‘আয়না’ ছবির সিক্যুয়েল।

সর্বশেষ খবর