বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সমাপ্তির মান-অভিমান

শোবিজ প্রতিবেদক

সমাপ্তির মান-অভিমান

মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ অভিনেতা সমাপ্তি মাশুক। নিজস্ব ধারার অভিনয়গুণে দর্শকদের কাছে হয়েছেন সমাদৃত। ব্যস্ততম এ অভিনেতা বরাবরই প্রচারবিমুখ। তবে টিভি অঙ্গন ও চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন নিয়মিত। ইদানীং তিনি দীপ্ত টিভির ধারাবাহিক ‘মান-অভিমান’ দিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। প্রধান চরিত্র ফরহাদ নামে অভিনীত তার এই ধারাবাহিকটি প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রচারিত হচ্ছে। জেন অস্টেন রচিত ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’র অনুপ্রেরণায় নির্মিত এটি। চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান ও সংলাপ সরোয়ার সৈকত। পরিচালনায় আশিষ কুমার রায়। নাটকে আরও অভিনয় করেছেন ইফফাত আরা তিথি, রোজী সিদ্দিকী, তোফা হাসান, শিবলী নওমান, সানজিদা ইপসা প্রমুখ। মধ্যবিত্ত পরিবারের পারিবারিক সংকট আর সংঘাত নিয়ে গল্পটি এগিয়েছে। এটি ছাড়াও সমাপ্তি ‘ঘরে-বাইরে’ ও ‘কাঁচের পুতুল’ সিরিয়ালে কাজ করছেন। করেছেন আলভী আহমেদের ‘দ্য জেনারেশন’। নিয়মিত করছেন একক ও খন্ড নাটকে অভিনয়। অন্যদিকে অনিমেষ আইচের ‘ভয়ঙ্কর সুন্দর’-এ তার অভিনয় সবার নজর কাড়ে। তার অভিনীত চলচ্চিত্র সাইফ চন্দনের ‘আব্বাস’ চলছে প্রেক্ষাগৃহে। এ ছাড়াও নেগেটিভ রোল প্লে করা তার ‘মন দেব মন নেব’ চলচ্চিত্রটির শুটিং শেষের পথে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর