রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

থ্রিডিতে জয়ার ‘অলাতচক্র’

শোবিজ প্রতিবেদক

থ্রিডিতে জয়ার ‘অলাতচক্র’

জনপ্রিয় লেখক আহমদ ছফার জীবনী নিয়ে ছবি প্রযোজনা করছেন অভিনেত্রী জয়া আহসান। গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণকাহিনি মিলিয়ে তিরিশটির বেশি গ্রন্থ রচনা করেছেন আহমদ ছফা। যার মধ্যে ‘অলাতচক্র’ তার আত্মজীবনী বলে মনে করেন অনেকে। সেই কাহিনিই থ্রিডিতে পর্দায় তুলে ধরা হবে। ‘অলাতচক্র’র পরিচালক হাবিবুর রহমান। জয়া জানান, ছবির অধিকাংশ শুটিং হয়ে গেছে। থ্রিডি শুটের দায়িত্বে ছিল মুম্বাইয়ের একটি টিম। ছবির অনেকটা অংশজুড়েই কলকাতা থাকছে। আসলে আমরা পুরনো কলকাতাকে রিক্রিয়েট করছি। বাংলাদেশেই শুট হয়েছে। আহমদ ছফার কাহিনিতে যেমনভাবে কলকাতার বর্ণনা দেওয়া হয়েছিল, সেভাবেই সবটা উপস্থাপন করেছে মুম্বাইয়ের টিম।

সরকার থেকে অনুদান দেওয়া হয়েছে ‘অলাতচক্র’র প্রযোজনায়। ছবিতে জয়া নিজে অভিনয়ও করেছেন।

 

সর্বশেষ খবর