রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নাদিয়ার মুক্তির উপায়

শোবিজ প্রতিবেদক

নাদিয়ার মুক্তির উপায়

২২ শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। দিবসটি উপলক্ষে সম্প্রতি নির্মাতা অঞ্জন আইচ একটি নাটক নির্মাণ করলেন। বিশেষ এ নাটকটির নাম ‘মুক্তির উপায়’। যেখানে হৈম চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ এবং পূর্ণিমা চরিত্রে সোহানী ঈশরাত। নাটকের কেন্দ্রীয় চরিত্রে ফকিরচাঁদের ভূমিকায় অভিনয় করেছেন সুজাত শিমুল। আরও রয়েছেন নাট্যজন মামুনুর রশীদ। নির্মাতা অঞ্জন আইচ জানান, ‘গল্পটিতে অনেক টুইস্ট রয়েছে। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে এটি নির্মিত। তাই কাজটি অনেক যত্ন নিয়ে করেছি। সবাই তাদের সর্বোচ্চ দিয়ে অভিনয় করেছেন। আশা করছি, কাজটি সবার ভালো লাগবে’। নির্মাতা সূত্রে জানা যায়, মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়ি ও তার আশপাশে এর দৃশ্যধারণ হয়েছে। অনেকদিন আগে এক গ্রাম থেকে ফকিরচাঁদ গৃহত্যাগী হন। পরে যখন তিনি ফিরে আসেন তখন তাকে দেখা যায় সন্ন্যাসীরূপে। এর মধ্যে গ্রামের এক দম্পতি তাকে নিজের ছেলে বলে দাবি করে; যে দম্পতির ছেলে হারিয়ে গিয়েছিল। যদিও পরে ফকিরচাঁদের আসল বৌ হিসেবে নাদিয়া আহমেদ চিহ্নিত হন। উল্লেখ্য, এটি রবীন্দ্র প্রয়াণ দিবসে যে কোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর