সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নীশিতার নতুন কিছু গান

শোবিজ প্রতিবেদক

নীশিতার নতুন কিছু গান

এরই মধ্যে গানের জগতে বেশ জনপ্রিয়তা পেয়ছেন নীশিতা বড়–য়া। শ্রুতিমধুর সুরেলা আর মিষ্টি কণ্ঠের এ শিল্পী ঢাকা এবং কলকাতা দুই জায়গাতেই গান গাওয়া নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে ১৩ জুলাই নীশিতা তার ফেসবুক ওয়ালে নতুন একটি সিনেমায় তার গাওয়া গানের অংশবিশেষ শেয়ার করেছেন। আর তাতেই যেন প্রশংসিত হচ্ছেন। অবশ্য নীশিতা জানান, তার নিজেরও ভীষণ ভালো লেগেছে বিধায় তিনি গানটি শেয়ার করেছেন। একই দিনে তিনি লুৎফর হাসানের লেখা ও সুর করা ‘সিঙ্গেল সিঙ্গেল’ শিরোনামের একটি গানেও কণ্ঠ দিয়েছেন। এ গানটিরও অংশবিশেষ তিনি তার ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। নীশিতার ভাষ্যমতে, তিনি সবসময় একটু ভিন্ন ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং সিঙ্গেল সিঙ্গেল যেন ঠিক তাই হয়েছে। নীশিথ সূর্য পরিচালিত ‘পায়রার চিঠি’ সিনেমায় ‘বৈয়ামের শুয়োপোকা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন নীশিতা। গানটি লিখেছেন উপাসনা পূর্ণতা ও নীশিত সূর্য। সুর করেছেন নীশিত সূর্য, সংগীত করেছেন মীর মাসুম। এরই মধ্যে ‘বৈয়ামের শুয়োপোকা’ গানটির জন্য বেশ প্রশংসিত হচ্ছেন নীশিতা তার ভিন্ন ধরনের গায়কীর জন্য। শ্রোতা-দর্শকরা অল্প প্রকাশিত এ গানের মধ্যেই নীশিতাকে নতুন করে আবিষ্কার করছেন। নীশিতাও যেন তার গানে আরও অনেক বেশি আত্মবিশ্বাসীও হয়ে উঠছেন। নীশিতা বলেন, ‘অনেকেরই অভিযোগ যে গান গাওয়ার ক্ষেত্রে আমি ভীষণ খুঁতখুঁতে। কিন্তু কেন খুঁতখুঁতে তা খুব সহজেই উপলব্ধি করতে পারবেন আমার নতুন এই প্লে-ব্যাকটি শুনলে। এটা সত্য যে সিনেমার গল্প  ও চরিত্রের ওপর ভিত্তি করেই গান তৈরি হয়। সেটা বিবেচনায় পায়রার চিঠি সিনেমার বৈয়ামের শুয়োপোকা একটি সময়োপযোগী গান হয়েছে বলেই আমি মনে করি। অনেক বেশি গান করার আগ্রহ আমার নেই। কিন্তু ভালো ভালো কিছু গান আমার ভক্ত-শ্রোতাদের জন্য, আমার দেশের সংগীতাঙ্গনের জন্য আমি রেখে যেতে চাই। আর এ কারণেই গান গাওয়ার ব্যাপারে আমার এতটা সচেতনতা।’ এদিকে আজ নীশিতার জন্মদিন। জন্মদিনে সবার কাছে তিনি আশীর্বাদ কামনা করেছেন যেন সুস্থ থাকেন ভালো থাকেন। 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর