মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননায় এ টি এম শামসুজ্জামান

শোবিজ প্রতিবেদক

বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননায় এ টি এম শামসুজ্জামান

বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বর্ষীয়ান অভিনেতা এ টি এম শামসুজ্জামান। রবিবার বিকালে সেখানে তাকে বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পদক দেওয়া হয়। প্রয়াত সহশিল্পীর স্মৃতি স্মারক পেয়ে আপ্লুত হন এ টি এম শামসুজ্জামান। তিনি বলেন, ‘যদি কোনো ভালো মানুষ দেখতে চাও বুলবুল আহমেদকে দেখে এসো। শুধু ভদ্রলোক নয়, একজন প্রকৃত মানুষ ছিলেন। এখন যারা তাকে সরাসরি পাবে না, তারা তার সিনেমা দেখ।’ বুলবুল আহমেদ নেই ৯ বছরেরও বেশি সময় হয়ে গেল। ২০১০ সালের ১৫ জুলাই তিনি পৃথিবীর মায়া কাটিয়ে না  ফেরার দেশে পাড়ি জমান। তাকে পাওয়া যাবে না কোনো আয়োজনে, প্রয়োজনে। এই বাস্তবতাকে মেনে নিয়ে তার স্মৃতিকে ধরে রাখতে এবং প্রবীণ বরণীয় শিল্পীদের স্মরণীয় করে রাখতে বুলবুল আহমেদের পরিবার ও বুলবুল আহমেদ ফাউন্ডেশনের পক্ষে প্রতি বছর সম্মাননা দেওয়ার আয়োজন করা হয়। গতকাল ছিল বুলবুল আহমেদের মৃত্যুবার্ষিকী। এ দিনটি সামনে রেখে রবিবার বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পদক দেওয়ার আয়োজন করেছে বুলবুল আহমেদ ফাউন্ডেশন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিনে অনাড়ম্বর কিন্তু নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ ছিল বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা পদক দেওয়ার আয়োজনটি।  যেখানে ফাউন্ডেশনের পক্ষে বুলবুল আহমেদের সহধর্মিণী ডেইজি আহমেদ ও কন্যা তাহসিন ফারজানা তিলোত্তমা পদক তুলে দেন এ টি এম শামসুজ্জামানের হাতে।

 

সর্বশেষ খবর