শিরোনাম
রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

হায়দরাবাদে ফরিদুর রেজা সাগরকে সম্মাননা

শোবিজ প্রতিবেদক

হায়দরাবাদে ফরিদুর রেজা সাগরকে সম্মাননা

বাংলা চলচ্চিত্রের ১০০ বছর উদযাপন উপলক্ষে ভারতের হায়দরাবাদের বানজারা হিলের প্রসাদ ল্যাব থিয়েটারে হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। চার দিনব্যাপী এই উৎসব চলে ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত। সাহিত্য, সংস্কৃতি এবং বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রখ্যাত শিশুসাহিত্যিক ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। ফরিদুর রেজা সাগর ছাড়াও চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে কিংবদন্তি নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত এবং ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার নাগার্জুনকে। ১৯ জুলাই শুক্রবার তাদের এই সম্মাননা দেওয়া হয়। বাংলা চলচ্চিত্রের ১০০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রসহ ভারতীয় আঞ্চলিক ছবির গণ্যমান্য ব্যক্তিরা। বাংলার পাশাপাশি তেলেগু, কাশ্মিরী, উর্দু এবং হিন্দি ভাষার চলচ্চিত্র-সংশ্লিষ্টদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল উৎসবে।

সর্বশেষ খবর