বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

টালিগঞ্জে বাংলাদেশি শিল্পীরা

টালিগঞ্জে বাংলাদেশি শিল্পীরা
স্বাধীন বাংলাদেশের অভিনেত্রী হিসেবে ববিতাই প্রথম কলকাতার ছবিতে অভিনয় করেন। সেই ধারাবাহিকতা এখনো বজায় আছে। তখন থেকে এখন পর্যন্ত কলকাতার ছবিতে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের অভিনয়ের কথা তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

 

ফেরদৌস

১৯৮৮ সালে কলকাতার খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা বাসু চাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে প্রথম অভিনয় করেন ফেরদৌস। ফেরদৌসই একমাত্র বাংলাদেশি শিল্পী যিনি একটানা এখনো কলকাতার ছবিতে অভিনয় করে যাচ্ছেন। এ পর্যন্ত ওপার বাংলার প্রায় অর্ধশতাধিক ও বলিউডের একটি ছবি ‘মিট্টি’তে অভিনয় করেন ফেরদৌস।

 

জয়া আহসান

২০১৩ সালে অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবির মাধ্যমে কলকাতার ছবিতে অভিনয় শুরু জয়া আহসানের। এরপর একে একে একটি বাঙালি ভূতের গপ্পো, রাজকাহিনী, ঈগলের চোখ, ভালোবাসার শহর, বিসর্জন, ক্রিসক্রস, বিজয়া এবং কণ্ঠ ছবিতে কাজ করেন। এ অভিনেত্রী কলকাতায় দারুণ প্রশংসিত হন।

 

শাকিব খান

২০১৪ সালে কলকাতার ছবি ‘শিকারি’ তে প্রথম অভিনয় করেন ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খান। এরপর তিনি নবাব, চালবাজ, ভাইজান এলোরে, নাকাব প্রভৃতি ছবিতে অভিনয় করেন।

 

নুসরাত ফারিয়া

২০১৫ সালে নুসরাত ফারিয়ার সিনেমা ক্যারিয়ার শুরু বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে। এরপর যৌথ প্রযোজনার হিরো-৪২০, বাদশাহ, ধ্যাততেরিকি, বস টু এবং ইন্সপেক্টর নটিকে ছবিগুলোতে অভিনয় করে নুসরাত ফারিয়া প্রশংসিত হন।

 

সোহানা সাবা

২০১৬ সালে কলকাতার অয়ন চক্রবর্তীর ছবি ‘ষড়রিপু’তে প্রথম অভিনয় করেন। এরপর কলকাতার আরেকটি ছবি ‘এপার ওপার’-এও অভিনয় করেন সাবা।

 

অরিন

২০১৮ সালে অরিন একে একে অভিনয় করেন কলকাতার অপরাজেয়, শর্টকাট, আমার ভয়, আরক্ত, রংমহল প্রভৃতি ছবিতে।

 

আরও যারা-

আরও যারা কলকাতার ছবিতে অভিনয় করেছেন তাদের মধ্যে রয়েছেন- রাজ্জাক অন্নদাতা, কুরুক্ষেত্র, বাবা কেন চাকর, জন্মদাতা প্রভৃতি।

আনোয়ার হোসেন পালংক। ববিতা অশনি সংকেত। আলমগীর সত্যমিথ্যা, মায়ের আশীর্বাদ। শাবানা বিরোধ। রোজিনা অন্যায় অবিচার। অঞ্জু ঘোষ আশির দশকের শেষভাগে কলকাতায় পাড়ি জমান এবং সেখানকার ছবিতে স্থায়ীভাবে কাজ শুরু করেন। নূতন অন্যায় অবিচার, বিরোধ, সত্য মিথ্যা। কুসুম সিকদার শঙ্খচিল। মাহিয়া মাহী রোমিও বনাম জুলিয়েট। রুহী গ্লামার। জলি অঙ্গার ও নিয়তি। পরীমণি রক্ত। নিপুণ পরিচয়, সিমলা সমাধি। শম্পা চিরদিনের এক প্রেমের গল্প। আহমেদ রুবেল পারাপার। রোশান ককপিট, বেপরোয়া। ববি রক্তমুখী নীলা। আরিফিন শুভ নিয়তি, ধ্যাততেরিকি, আহারে। অপু বিশ্বাস শর্টকাট। জাহিদ হাসান সিতারা।

জ্যোতিকা জ্যোতি রাজলক্ষ্মী শ্রীকান্ত। মিশা সওদাগর আমি শুধু চেয়েছি তোমায়। আমান সুলতান। বিদ্যা সিনহা মিম ব্ল্যাক। আইরিন কাউন্ট ডাউন, শিবরাত্রি।

সর্বশেষ খবর