শিরোনাম
শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফরিদা পারভীন

শোবিজ প্রতিবেদক

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফরিদা পারভীন

সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা ও রুনা লায়লার পর এবার ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন লালনগীতি শিল্পী ফরিদা পারভীন। আগামী ৪ আগস্ট রবিবার বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বাংলাদেশের জনপ্রিয় এই সংগীতশিল্পীর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। সম্মাননা তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

ফিরোজা বেগম ছিলেন এ উপমহাদেশের একজন বরেণ্য  নজরুলসংগীত শিল্পী। ২৮ জুলাই ছিল তার জন্মদিন। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর তিনি মারা যান। তবে তার সুরের জাদু আর অনন্য গায়কী প্রতিভা তাকে করেছে অম্ল­ান। কাজী নজরুল ইসলামের গানকে ‘নজরুলসংগীত’ হিসেবে পরিচিত করার পেছনে অন্যতম ভূমিকা পালন করেন ফিরোজা বেগম। নজরুলসংগীতকে মানুষের মনের আঙিনায় পৌঁছে দিতে তিনি আজীবন সাধনা করে গেছেন।

সর্বশেষ খবর