রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

হাদী-আসিফের ‘কথোপকথন’

শোবিজ প্রতিবেদক

হাদী-আসিফের ‘কথোপকথন’

বাবা-ছেলের সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘কথোপকথন’ শিরোনামের একটি গান। এতে কণ্ঠ দিচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী ও বাংলা গানের যুবরাজ’খ্যাত আসিফ আকবর। হাদীর সঙ্গে এমন বিষয়ভিত্তিক একটি গান করা নিয়ে বেশ উচ্ছ্বসিত আসিফ। বাবা-ছেলের সম্পর্ক নিয়ে গানটি লিখেছেন গীতিকবি সুহৃদ সুফিয়ান। সুর-সংগীতায়োজনে গায়ক-সংগীত পরিচালক কিশোর দাস।

হয়নি বলা কখনো ভালোবাসি কত/হয়নি জানা তোমার বুকে কী ক্ষত/জ্বালাতে সুখের আলো/রাখতে আমাদের ভালো/ছুটে চলেছ অবিরত/বাবা, কেউ নেই তোমারই মতো/বাবা, কেউ নেই তোমারই মতো- এমন কথার গানটিতে হাদীর কণ্ঠের অপেক্ষায় এখন আসিফ।

এ গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘১১ আগস্ট হাদী ভাই দেশের বাইরে যাবেন। তার আগেই তিনি গানটিতে কণ্ঠ দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি গাওয়ার পরেই গানটিতে আমি কণ্ঠ দেব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর