বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দীপিকার বিষণ্নতা

শোবিজ ডেস্ক

   দীপিকার বিষণ্নতা

অভিনয় নিয়ে অনেকদিন আলোচনায় নেই দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ভিন্ন একটি কারণ নিয়ে। বলিউড তারকাদের ভিতর একটা বিশেষ কারণ দীপিকাকে অন্য সবার থেকে আলাদা করেছে। অন্যরা যেখানে গণমাধ্যমে নিজেদের হতাশা লুকাতে ব্যস্ত, দীপিকা পাড়ুকোন সেখানে আয়োজন করে নিজের হতাশার বিষয়ে কথা বলেছেন। বলেছেন, মনের অসুখ ছোট নয়। মানসিক স্বাস্থ্যকে মোটেই হেলাফেলা করা যাবে না। দীপিকা পাড়ুকোন অনেককেই এই বার্তা দিতে পেরেছেন। মন খুলে বলেছেন বিষণ্নতার সঙ্গে নিজের যুদ্ধের কথা। শুধু তাই নয়, হতাশাকে স্বাভাবিক ও মহামারী রোগ বলে ঘোষণা করেছেন তিনি। আর মানসিক সমস্যা বিষয়ক সচেতনতা গড়তে নিজের একটা সংস্থাও চালু করেছেন, যার নাম দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন। তিনি মনে করেন, প্রতিটি প্রতিষ্ঠানে একজন

মনোরোগ বিশেষজ্ঞ থাকা দরকার। হতাশা মানুষকে গ্রাস করে ধীরে ধীরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর