শিরোনাম
বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

‘কৃষকের ঈদ আনন্দ’

শোবিজ প্রতিবেদক

‘কৃষকের ঈদ আনন্দ’

ফার্মারস’ গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’ এ প্রতিবারের মতো এবারও থাকছে গ্রামের কৃষক-কিষাণীদের নিয়ে চমকপ্রদ সব খেলা। আর সঙ্গে থাকছে দেশ-বিদেশের নানা বিষয় নিয়ে বৈচিত্র্যপূর্ণ প্রতিবেদন। এবারের পর্বটি ধারণ করা হয়েছে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চা বাগানে। চা-পাতা যেমন নিরাকার পানিকে নিমিষে দেয় রঙিন চনমনে এক রং, চা-এর দেশের প্রকৃতি ও মানুষ তেমনি বর্ণিল। চা বাগানের অপরূপ নিসর্গের মাঝে তারা মেতে উঠেছিল অনাবিল আনন্দের খেলাধুলায়।

কৃষক, কিষাণী ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ পেয়েছে অনন্য এক রূপ। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচার হবে ঈদের পরদিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর