বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

৩০ বছর পর সি বি জামান

শোবিজ প্রতিবেদক

৩০ বছর পর সি বি জামান

দীর্ঘ ৩০ বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরলেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সি বি জামান। তার নতুন চলচ্চিত্রের নাম ‘অ্যাডভোকেট সুরাজ’। রবিবার সোনারগাঁও হোটেলে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান ‘এসএইচকে গ্লোবাল’-এর সঙ্গে এই চলচ্চিত্রের পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন কিংবদন্তি পরিচালক সি বি জামান। সি বি জামান বলেন, ‘আমার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘কুসুম কলি’ ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল। এরপর গল্প এবং প্ল্যান পছন্দ না হওয়ায় এতদিন ছবি পরিচালনা করিনি। ‘অ্যাডভোকেট সুরাজ’ চলচ্চিত্রের গল্প আমার কাছে ভালো লাগায় আবারও ৩০ বছর পর পরিচালনা করতে যাচ্ছি।’

সি বি জামান ১৯৭৩ সাল থেকে ১৯৯০ পর্যন্ত নির্মাণ করেন একে একে ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলি (১৯৯০)-এর মতো কালজয়ী চলচ্চিত্র। এর মধ্যে ব্যবসায়িক সফলতার পাশাপাশি ১৯৮৬ সালে ৯টি ক্যাটাগরির ভিতরে ছয়টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ‘শুভরাত্রি’ বাচসাস পুরস্কারে ভূষিত হয়। এ ছাড়া ছবিটি আন্তর্জাতিকভাবেও বেশ কয়েকটি পুরস্কার লাভ করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর