শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শাকিবের নতুন ভাবনা

শোবিজ প্রতিবেদক

শাকিবের নতুন ভাবনা

‘চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হলে প্রযোজককে বাঁচাতে হবে। এ কারণেই এবার সিনেমা হলে উন্নত যন্ত্রপাতি স্থাপন করেছি। এটি শুধু ব্যবসার জন্য নয়, প্রযোজককে নির্মাণে উৎসাহিত করার স্বার্থেই করেছি। চলচ্চিত্র শিল্পের কারণেই আজ আমার যশ, খ্যাতি আর প্রতিপত্তি। তাই এই শিল্পের প্রতি আমারও দায়িত্ব রয়েছে’। আত্মবিশ্বাসের ভঙ্গিতে বললেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। ১৯৯৯ সালে অভিনয়ে এসে দক্ষতা দিয়ে কারিশমা দেখানোর পর ২০১৪ সালে প্রযোজক হিসেবে আবির্ভূত হয়ে নির্মাণ করলেন ‘হিরো দ্য সুপার স্টার’। ভাগ্যদেবী যেন অনবরত তার মাথার ওপর ছায়া হয়ে আছেন। অভিনেতার মতো নির্মাতা হিসেবেও সফলতার খাতায় নাম লেখালেন সাফল্যের এই বরপুত্র। তার দ্বিতীয় প্রযোজনা গত ঈদে মুক্তি পাওয়া ‘পাসওয়ার্ড’ চলতি বছরের এখন পর্যন্ত মুক্তি পাওয়া একমাত্র ব্যবসাসফল ছবি। দুই ক্ষেত্রে সাফল্য দেখানো এই নায়ক এবার প্রযোজকদের রক্ষায় সিনেমা হলে প্রজেক্টর স্থাপনের দায়িত্ব নিলেন। ঈদে প্রায় দেড়শত সিনেমা হলে স্থাপন করলেন প্রজেক্টর। তার কথায়, আগে যে মেশিনের ভাড়া সপ্তাহে ৮ ও ৬ হাজার টাকা দিতে হতো তার পরিবর্তে আমার মেশিনের ভাড়া ৪ ও ২ হাজারে নির্দিষ্ট করেছি। মানে গড়ে অর্ধেকেরও কম। এতে প্রযোজকের বিশাল টাকা বেঁচে যাচ্ছে। ফলে প্রযোজকরা লাভবান ও উৎসাহিত হয়ে নির্মাণে সরব হবে এবং শিল্পটি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। আমি চাই সম্মিলিতভাবে চলচ্চিত্র শিল্পকে আবার বাঁচিয়ে তুলতে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর