শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সুভাষচন্দ্র বসু চরিত্রে প্রসেনজিৎ

শোবিজ ডেস্ক

সুভাষচন্দ্র বসু চরিত্রে প্রসেনজিৎ

ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তার জীবন ও মৃত্যুর রহস্য নিয়ে সৃজিত মুখার্জি নির্মাণ করেছেন সিনেমা ‘গুমনামী’। এতে সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘গুমনামী’র টিজার। এতে হুবহু নেতাজি রূপে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন প্রসেনজিৎ। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ‘গুমনামী’ সিনেমার জন্য বেশ ঝুঁকি নিতে হয়েছে প্রসেনজিৎকে। ওজন বাড়ানো থেকে মেকআপ সবকিছুতেই প্রচুর ঘাম ঝরিয়েছেন তিনি। সিনেমাটির জন্য প্রায় তিন ঘণ্টা পরিশ্রম করে অর্থোডেনটিস্ট ও প্রস্থেটিক দিয়ে প্রসেনজিৎকে  নেতাজির চেহারা এনে দিয়েছেন মেকআপ শিল্পী সোমনাথ কুন্ডু। নেতাজি রূপে প্রসেনজিৎ অঞ্জু ধর ও চন্দ্রচূড় ঘোষের লেখা ‘কোনানড্রাম’ বই থেকে অনুপ্রাণিত হয়ে সৃজিত ‘গুমনামী’ নির্মাণ করেছেন। কথিত রয়েছে, ১৯৭০ সালের দিকে ভারতের উত্তরপ্রদেশে আবির্ভাব ঘটে গুমনামী বাবার। কারও কারও মতে, এই বাবাই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

সর্বশেষ খবর