শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার উন্নতি

শোবিজ ডেস্ক

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার উন্নতি

ফুসফুসের সংক্রমণের কারণে হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে আইসিইউতে রাখা হয়েছে। এবার অভিনেতার কন্যা নাট্যাভিনেত্রী পৌলমী বসু জানান, বাবা মঙ্গলবার রাত  থেকে অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট বাড়ছিল। জ্বর আসে। চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি এসে ওষুধ দেন, জ্বর তাতে কমেনি। তখন চিকিৎসক সুনিপ বন্দ্যোপাধ্যায় অবস্থা পর্যালোচনা করে হাসপাতালে ভর্তির পরামর্শ  দেন। তারপরই বাবাকে ভর্তি করা হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার নিউমোনিয়া ধরা পড়েছে। বাবার অক্সিজেন চলছে। তবে তিনি আগের  থেকে ভালো আছেন। কথা বলছেন। চিকিৎসকরা জানিয়েছেন ৭-৮ দিন হাসপাতালে থাকতে হতে পারে। গত বুধবার সকালে নিজের গলফগ্রিনির বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সৌমিত্র চট্টোপাধ্যায়। তড়িঘড়ি করে রুবি হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা।

সর্বশেষ খবর