সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ভালো নেই ছটকু আহমেদ

শোবিজ প্রতিবেদক

ভালো নেই ছটকু আহমেদ

একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদ দৃষ্টিশক্তি হারাতে বসেছেন। তিনি দীর্ঘদিন ধরে বাম চোখের রেটিনায় ‘ম্যকুলার ডি জেনারেশন’ রোগে আক্রান্ত। এর আগে ২২ বছর ধরে গ্লুকোমার কারণে ডান চোখের দৃষ্টি হারিয়েছেন তিনি। বর্তমানে বাম চোখের চিকিৎসার জন্য বাংলাদেশ ও ভারতের বিভিন্ন চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হলে চিকিৎসকরা তার অন্ধত্ব নিবারণের জন্য ৫টি ‘লুসেনটিস’ ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন। এই ইনজেকশনের প্রতিটির মূল্য ১ লাখ টাকারও বেশি। চোখের সমস্যা ছাড়াও ছটকু আহমেদ হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অনেকদিন ধরে চলচ্চিত্রের অবস্থা ভালো না থাকায় কর্মহীন জীবন যাপনের কারণে এই ব্যয়বহুল চিকিৎসা করানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। অন্ধত্ব থেকে বাঁচতে তিনি এখন প্রধানমন্ত্রীর সদয় সহযোগিতা কামনা করেছেন। ছটকু আহমেদ ১৯৭২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের হাত ধরে চলচ্চিত্র নির্মাণে আসেন। ঋত্বিকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবির সহকারী পরিচালক ছিলেন তিনি। এরপর নিজে নির্মাণ করেন নাত বৌ, সত্যের মৃত্যু নেই, বুক ভরা ভালোবাসাসহ অর্ধশতাধিক জনপ্রিয় ছবি। এ ছাড়া মিন্টু আমার নাম, সত্য মিথ্যা, মোস্ট ওয়েলকামসহ কয়েকশত ছবির পা-ুলিপির রচয়িতা তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর