মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শাফিনের নতুন পরিকল্পনা...

শোবিজ প্রতিবেদক

শাফিনের নতুন পরিকল্পনা...

অনেকটা সময় ধরে দর্শক-শ্রোতারা নতুন কোনো গান পাচ্ছে না মাইলস ব্যান্ড থেকে। তবে মাইলস ব্যান্ডের  ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ প্রায় প্রতি মাসেই নতুন নতুন গান করছেন। প্রকাশ করছেন ইউটিউবসহ নানা ডিজিটাল মাধ্যমে। গান গাওয়া, সুর করার পাশাপাশি লিখছেনও শাফিন আহমেদ। ক্রমেই গীতিকার হয়ে উঠছেন তিনি। বাবা কমল দাশগুপ্তের মৃত্যুবার্ষিকীতে তার সুর করা নজরুলসংগীত ‘আমি চাঁদ নহি অভিশাপ’ গানটি গেয়েছেন শাফিন আহমেদ। শিল্পী জানালেন, প্রতি মাসেই শ্রোতাদের নতুন গান উপহার  দেওয়ার পরিকল্পনা আছে তার। এ মাসে তিনটি নতুন গান প্রকাশিত হয়েছে। ‘এই পথ চলা’, ‘কে তুমি’ এবং ‘বাতাসে কার কণ্ঠ’। এর মধ্যে ‘এই পথ চলা’ ও ‘কে তুমি’ গান দুটির লেখা ও সুর তার নিজের। শুধু তা-ই নয়, নিজের রেকর্ডিং, নিজের মিক্সড, মাস্টারিং এবং নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ডাবল  বেজ’ থেকে গানগুলো প্রকাশ করা হয়েছে। ‘বাতাসে কার কণ্ঠ’ গানটি লিখেছেন স্যামুয়েল হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন  মেহেদি। ভিডিও নির্মাণ করেছেন রম্য খান।

সবমিলে গত ১০ মাসে ৯টি নতুন গান প্রকাশ করেছেন তিনি। শাফিন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই মাইলসের ব্যস্ততার পাশাপাশি একক উদ্যোগে নিয়মিত গান করি। অতীতে আমার কয়েকটি অ্যালবাম বাজারে এসেছে। আসলে মনের মতো গান পাই না বলে নিয়মিত গান করা হয় না। সম্প্রতি যে গানগুলো করেছি, সেগুলো সময় এবং যত্ন নিয়েই করেছি। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর