শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মৌসুমী-সাজ্জাদের দুঃখের গল্প

শোবিজ প্রতিবেদক

মৌসুমী-সাজ্জাদের দুঃখের গল্প

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমী হামিদ ও ইরফান সাজ্জাদকে নিয়ে নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ নির্মাণ করেছেন নাটক ‘অথবা একটি উড়োজাহাজের গল্প’। রচনায় আবদুল্লাহ মাহফুজ অভি। এটিতে অমিত চরিত্রে ইরফান সাজ্জাদ এবং নীলিমা চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন রিফাত চৌধুরী, আনন্দ খালেদ, জুয়েল জহুর, শরীফ ইমন, নীহারিকা প্রমুখ। অমিত ও নীলিমা একই বাসের সহযাত্রী। পাশাপাশি সিটে বসা, কেউ কাউকে চেনেন না। একসময় অমিত কাগজের উড়োজাহাজ বানাতে বানাতে তার ব্যক্তিগত দুঃখের গল্পটা নীলিমাকে বলে। তখন এটি নিয়ে নীলিমার মধ্যেও নানা জিজ্ঞাসা তৈরি করে। নির্মাতা চন্দ্রদ্বীপ বলেন, ‘গল্পে একটি বাস যাত্রার মধ্য দিয়ে মানুষের দুঃখ-কষ্ট, হাসি-আনন্দ, আশা-ভালোবাসার জীবনঘনিষ্ঠ কিছু বিষয় দেখানো হয়েছে।’ নির্মাতা সূত্রে জানা যায়, নাটকটি আগামীকাল রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে।

সর্বশেষ খবর