সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

এবার জিতবে কে?

আলাউদ্দীন মাজিদ

এবার জিতবে কে?

এবার জিতবে কে? এই হারজিৎ দেখার জন্য ৪ অক্টোবর পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে হবে। ওইদিন মুখোমুখি হচ্ছেন ঢালিউডের দুই শীর্ষ নায়ক-নায়িকা শাকিব খান ও অপু বিশ্বাস। তবে বাস্তবে নয়, রুপালি পর্দায়। একই দিন মুক্তি পাচ্ছে দুজনার দুটি ছবি। ছবি দুটি হলো- শাকিব অভিনীত ‘শাহেনশাহ’ আর অপু অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। এর আগে ২০১৭ সালের ঈদুল ফিতরে সর্বশেষ একসঙ্গে মুক্তি পায় এই দুই তারকার ছবি। ছবিগুলো হলো- অপু-শাকিবের ‘রাজনীতি’ এবং শাকিবের ‘নবাব’। দুটো ছবিই দর্শকগ্রহণযোগ্যতা পেয়েছিল। মানে দুজনই প্রতিযোগিতার মাঠে উৎরে গিয়েছিলেন। এবার দেখার পালা দুবছর পর হারজিতের লড়াইটা কেমন হয়?

শাকিবের ‘শাহেনশাহ’ ছবিটি নির্মাণ করেছেন শামীম আহমেদ রনি। এই ছবিতে নায়িকা হলেন দুজন। নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। গল্প অনেকটা ত্রিভুজ প্রেমের। অন্যদিকে অপুর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। এতে অপুর বিপরীতে রয়েছেন বাপ্পী। রোমান্টিক, কমেডি ও পারিবারিক গল্পের ছবি এটি। এই নির্মাতা ২০০১ সালে এই ছবির প্রথম কিস্তি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নির্মাণ করেন। এতে অভিনয় করেন রিয়াজ-শাবনূর। ছবিটি সুপারহিট ব্যবসা করে। দর্শক-নির্মাতার কথায় শাকিব আর অপুকে প্রতিযোগিতার মাঠে দাঁড় করানোর কারণ একটিই। আর তা হলো একসময় তারা স্বামী-স্ত্রী থাকলেও এখন সাবেক। মানে দুই ভুবনের দুই বাসিন্দা। কালে ভদ্রে মুখোমুখি হয়ে পড়লেও চোখাচোখি হয় না তদের। মানে বন্ধু এখন অনেকটা শত্রুই বটে। আর শত্রুর মধ্যেই হারজিতের প্রতিযোগিতা চলে বেশি। তাই এখন অপেক্ষার পালা এই হারজিতের দৌড়ে শাকিব নাকি অপু? জিতবে কে?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর