শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রাঙামাটিতে ইত্যাদি

শোবিজ প্রতিবেদক

রাঙামাটিতে ইত্যাদি

আগামীকাল রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে পাহাড়-নদী-লেক আর ঝরনা ঘেরা পর্যটনের অপার সম্ভাবনার জেলা রাঙামাটিতে ধারণকৃত ইত্যাদি। রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিজিবি সেক্টর হেড কোয়ার্টারের অভ্যন্তরে লেক, সবুজ বনানী-পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্য পরিবেষ্টিত সুউচ্চ হেলিপ্যাডে রাঙামাটির ঐতিহ্যের সঙ্গে সাদৃশ্য রেখে এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে। বিষয়-বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র ওই পর্বে ছিল বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। রয়েছে ফেসবুকের ভিন্নতর ব্যবহারের মাধ্যমে অসহায় মানুষকে সেবা দিতে এগিয়ে আসা সিরাজগঞ্জের যুবক মামুন বিশ্বাসের ওপর একটি প্রতিবেদন। রয়েছে রাঙামাটির বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচার এবং রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যম-িত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। এ ছাড়াও বিদেশি প্রতিবেদন করা হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ ও বন্যা প্রতিরোধ প্রকল্প নেদারল্যান্ডসের ডেল্টা ওয়ার্কসের ওপর। ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো...’ গেয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী এবং রাঙামাটির চমচমি দেওয়ান। সঙ্গে ছিলেন স্থানীয় শিল্পীবৃন্দ। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রয়েছে একটি ব্যতিক্রমী নাচ।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর