সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নচিকেতা

শোবিজ প্রতিবেদক

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নচিকেতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাইলেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা। শনিবার কলকাতার লেক টাউন ফিউশন প্রো স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। সুজন হাজংয়ের লেখা গানটির সুর করেছেন যাদু রিছিল। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। বঙ্গবন্ধুকে নিয়ে গানটি গাইতে পেরে উচ্ছ¡সিত নচিকেতা। তিনি বলেন, ‘বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গাইতে পেরে আমি গর্বিত। বঙ্গবন্ধুর মতো এতবড় মহান নেতার প্রতি এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে একজন শিল্পী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করি এই গানটি বাংলা ভাষার প্রতিটি মানুষ শুনবে। গানটি প্রসঙ্গে গীতিকার সুজন বলেন, ‘বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। তাঁর ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না। আমি বঙ্গবন্ধুর কথা উপস্থাপন করেছি যেন নতুন প্রজন্ম তাঁর সঠিক ইতিহাস জানতে কিংবা পড়তে আরও বেশি আগ্রহী হয়। তিনি আরও জানান, গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে।

 

 

সর্বশেষ খবর