শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

জন্মদিনে আবুল হায়াতের বই

শোবিজ প্রতিবেদক

জন্মদিনে আবুল হায়াতের বই

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াত আজ ৭৫ বছর পূর্ণ করে ৭৬’এ পা রাখছেন। তার ৭৫তম জন্মজয়ন্তীতে সংস্কৃতি অঙ্গনসহ দেশের নানা অঙ্গনের ১০০ জন বিশিষ্ট ব্যক্তির লেখা নিয়ে প্রকাশিত হয়েছে ‘সার্থক জনম তোমার হে শিল্পী সুনিপুণ’। বইটিতে যারা আবুল হায়াতকে নিয়ে লিখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান, আলী যাকের, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, সুলতানা কামাল, আবুল হায়াতের বন্ধু কবি-স্থপতি রবিউল হুসাইন, বিপাশা হায়াত, তৌকীর আহমেদ, শাহেদ শরীফ খান, অপূর্ব, সজল, তিশা, সকাল আহমেদসহ আরও অনেকে। বইটি সম্পাদনা করেছেন জিয়াউল হাসান কিসলু। বইটি প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশন। ‘অভিনয়শিল্পী সংঘ’ ও ‘নাগরিক নাট্য সম্প্রদায়’র যৌথ উদ্যোগে আজ আবুল হায়াতকে সম্মাননা জানানোরও কথা ছিল। কিন্তু জরুরি কাজে স্ত্রী শিরীন হায়াতকে নিয়ে আবুল হায়াতকে ব্যাংককে যেতে হয়েছে বিধায় আপাতত অনুষ্ঠানটি করা হলো না। এ প্রসঙ্গে

আবুল হায়াত বলেন, ‘শুরুতেই আমি আমার বাবা এবং মায়ের কাছে কৃতজ্ঞ। এরপর আমার স্ত্রীর কাছে। কারণ আমি নানা সময় চাকরি নিয়ে, অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আমার সংসার, আমার সন্তানদের আগলে রেখেছিলেন আমার স্ত্রী। আমার স্ত্রী- সন্তানদের আমি সময় দিতে পারিনি, যা দেওয়া উচিত ছিল। আমার নাটকের দল নাগরিক নাট্যসম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। জন্মদিনে সবার কাছে দোয়া চাই।’ গতকাল ছিল আবুল হায়াতের বাবা চট্টগ্রামের শিক্ষা ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক মো. আবদুস সালামের ৫০তম মৃত্যুবার্ষিকী।

সর্বশেষ খবর