রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
ই ন্টারভিউ : শামসুল হক চিশতি

আমরা পৃথিবীতে এসেছি মানুষের ভুল ভাঙাতে

আমরা পৃথিবীতে এসেছি মানুষের ভুল ভাঙাতে

বাউল শামসুল হক চিশতি। জীবনের দীর্ঘপথ তিনি হেঁটেছেন গান-ভজনের মধ্য দিয়ে। তার নিজের সৃষ্টি অনেক গান আজ মানুষের মুখে মুখে। গান ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেছেন-  আলী আফতাব

 

কেমন আছেন?

আমি অনেক ভালো আছি। নিজের মতো করে গান করছি, গান গাইছি। সব মিলিয়ে ভালোই আছি।

 

নতুন গানের কী খবর?

ঈশ্বরের কৃপায় আমি মঞ্চে দাঁড়িয়ে যে কোনো মুহূর্ত নিয়ে গান বানিয়ে ফেলতে পারি। আমার মাথায় যখনই কোনো গানের কথা আসে, আমি সামনে যা পাই তাতেই লিখে ফেলি। আমি এমন অসংখ্য গান সিগারেটের প্যাকেটে লিখেছি। সম্প্রতি বেশ কিছু নতুন গান লিখেছি। নিজের মতো করে গান গাইবার চেষ্টা করছি।

 

আপনার লেখা অনেক গান নাকি তুরাগ নদীর পানিতে ভেসে গেছে?

এই কষ্টের কথা আমি কি করে ভুলি। ঢাকার তুরাগ তীরের ওপারে কাউন্দিয়ায় আমি থাকি। দুই বছর আগে এক ঝড়ে আমার ট্রাঙ্কভর্তি অসংখ্য গান তুরাগ নদের পানিতে ভেসে গেছে। আমি প্রথমে পাগল হয়ে গিয়েছিলাম। ঈশ্বরের কৃপায় আমি আবার নতুন করে গান লিখছি। যে গানের মধ্য দিয়ে মানব জাতির অনেক বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। কারণ আমি বিশ্বাস করি, আমরা পৃথিবীতে এসেছি মানুষের ভুল ভাঙাতে।

 

‘উইন্ড অব চেঞ্জ’ আপনার জীবনে কতখানি পরিবর্তন এনেছে?

উইন্ড অব চেঞ্জ আমার জীবনে যতখানি পরিবর্তন এনেছে, তার চেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি এ অনুষ্ঠানে ‘বেহায়া মন-১ ও ২’সহ মোট তিনটি গান পরিবেশন করি। আমরা জানি প্রায় প্রতিটি গানের তিনটি অন্তরা থাকে। উইন্ড অব চেঞ্জের এ অনুষ্ঠানে বেহায়া মন এক ও দুই গানের বেলায় দেখা যাবে একটি করে অন্তরা করা হয়েছে। এখন এ গানগুলো নতুন শিল্পীরা শুনেছেন। তারা বেহায়া মন এক ও দুই মিলিয়ে, সঙ্গে তাদের নিজেদের কিছু কথা জুড়ে দিয়ে একটি গান তৈরি করেছেন। আমার সাড়ে তিন বছরের একটি ছেলে মারা গিয়েছিল। আমার ছেলে মারা যাওয়ায় আমি এত কষ্ট পাইনি যতটা কষ্ট পেয়েছি এ বিকৃত গানগুলো শুনে।

 

আপনি অসংখ্য গান লিখেছেন, অনেকে আবার আপনার গানগুলো বিকৃত করে গেয়েছেন। এ গানগুলো সংরক্ষণের কোনো উদ্যোগ নিচ্ছেন কি?

আমার ১০০টি গান নিয়ে একটি বই তৈরি করতে যাচ্ছি। এরই মধ্যে এ গানগুলোর কপিরাইট করতে দিয়েছি। শুধু তাই নয়, আমি খালি গলায় এ গানগুলো গেয়ে সংরক্ষণ করারও উদ্যোগ নিচ্ছি।

 

স্টেজ শোর ব্যস্ততা কেমন?

আগামী ১০ সেপ্টেম্বর শিল্পকলায় একটি গানের অনুষ্ঠানে আমি গান পরিবেশন করব। এ ছাড়া এখন আর কোনো কাজ নেই। তবে এখন আমার বেশি সময় কাটে বাসার সবজির বাগানে।

 

গানের পাশাপাশি আপনি তো পেশায় একজন চিকিৎসক?

হ্যাঁ, আমি গানের পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা করে থাকি। আগে একটি চেম্বার ছিল এখন বাসাতেই চিকিৎসা করি। আগে গ্রামের মানুষ আমাকে হোমিও চিকিৎসক হিসেবেই জানতেন।

 

‘বেহায়া মন’ গানটি কীভাবে তৈরি হলো?

প্রেমে বিচ্ছেদ না থাকলে মানুষ হওয়া যায় না। বিচ্ছেদ থেকেই ২০ বছর আগে ‘বেহায়া মন’ গানগুলো লিখেছি। বেহায়া মানে জেদি। আবার ধৈর্যশীলও।

মনের মানুষ পাইতে জেদ ও ধৈর্যশীল না হলে মেলে না। ঠিক ঈশ্বরকে পাইতেও মনকে বেহায়া বানাতে হয়। সংসার আর সমাজের বেড়াজালে আটকে থাকলে বেহায়া হওয়া যায় না। পরমাত্মার প্রেমে সংসার করতে হলে আগে মনকে বেহায়া করতে হয়।

এখন তাই করার চেষ্টা করছি।

সর্বশেষ খবর