বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর রুপালি গিটার

আজ উদ্বোধন

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে আইয়ুব বাচ্চুর রুপালি গিটার

‘এই রুপালি গিটার ফেলে, একদিন চলে যাব দূরে, বহুদূরে। সেদিন চোখে অশ্রু তুমি রেখো, গোপন করে...।’ প্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা শিল্পী আইয়ুব বাচ্চুর ফেলে যাওয়া রুপালি গিটার ফিরে আসছে চট্টগ্রাম নগরে। এটি শিল্পীর স্মৃতি স্মারক হয়ে অপলক চোখে চেয়ে থাকবে ভক্তদের দিকে। নিজ জন্মভূমে স্মৃতিময় রুপালি গিটার প্রতীক হয়ে থাকবে শ্রদ্ধা-ভালোবাসার। চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে বসানো হয়েছে খ্যাতিমান শিল্পী আইয়ুব বাচ্চুর এই ‘রুপালি গিটার’। ইতিমধ্যে গিটার স্থাপন এবং সৌন্দর্যবর্ধনের কাজ শেষ। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এই রুপালি গিটার বসানো হয়েছে। থাকছে একটি দৃষ্টিনন্দন ফোয়ারা এবং আইয়ুব বাচ্চুর জীবনী।  চসিক মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘আইয়ুব বাচ্চুর জন্মস্থান চট্টগ্রাম। জন্মস্থানে কিংবদন্তি এ শিল্পীকে স্মরণ করে রাখতে নগরের প্রবর্তক মোড়ে ‘রুপালি গিটার’ এর আদলে একটি প্রতিকৃতি বসানো হয়েছে। সন্ধ্যায় চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ গিটারের মাধ্যমে আগামী প্রজন্ম আইয়ুব বাচ্চুকে মনে রাখবে, বেঁচে থাকবে তার গান।’

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু বলেন, ‘একজন সংগীত শিল্পী হিসেবে আইয়ুব বাচ্চুর খ্যাতি ছিল ঈর্ষণীয়। গিটারের তারে জাদুকরি সুরের মূর্ছনা তোলার মতো শিল্পী হিসেবে তিনি ছিলেন অনন্য।’

সর্বশেষ খবর