বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ব্যান্ড ‘অ্যাডভার্ব’-এর পথচলা...

শোবিজ প্রতিবেদক

ব্যান্ড ‘অ্যাডভার্ব’-এর পথচলা...

এক দল তরুণ লাইনআপ নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে ‘অ্যাডভার্ব’ ব্যান্ড দল। তখন দলটির সঙ্গে ছিলেন প্রান্ত, সোহাগ, তুহিন, রেক্স এবং লিঙ্কন। নিজেদের সংগীতের মান ও ভালো গানের জন্য নিজেদের গড়ে তুলতে থাকেন নিয়মিত চর্চায়। প্রায় চার বছর পথচলার পর ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যান্ডটির প্রথম গান ‘কতদূর’ প্রকাশিত হয়। বিশ্ব ভালোবাসা দিবসকে মাথায় রেখে মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ করা হয় অ্যাডভার্বের ফেসবুক পেজ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, বিভিন্ন অনলাইন স্ট্রিমিং অ্যাপ এবং অ্যাডভার্বের ইউটিউবে। অল্প দিনের মধ্যেই গানটি বেশ জনপ্রিয়তা পায়। এছাড়াও দেশের সবকটি রেডিওতে প্রকাশ করা হয় গানটি। পরবর্তীতে ২০১৯ সালের ২২ আগস্ট প্রকাশিত হয় অ্যাডভার্বের দ্বিতীয় মিউজিক ভিডিও ‘অবসাদ’। এ প্রসঙ্গে ব্যান্ড সদস্য প্রান্ত বলেন, ‘আমাদের হাতে আরও বেশকিছু গান আছে। খুব শিগগিরই বাকি গানগুলো মিউজিক ভিডিও আকারে রিলিজ দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। নিজেদের গানকে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া, দেশের সংগীতাঙ্গনকে আরও সমৃদ্ধ করা এবং অন্যান্য ব্যান্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা রক গানের গৌরবকে আরও গৌরবান্বিত করাই আমাদের লক্ষ্য। ব্যান্ডের বর্তমান লাইনআপ হলো প্রান্ত (ভোকাল), লিঙ্কন (গিটার),  রেক্স (গিটার), সোহাগ (ড্রামার) ও বেস গিটারে রয়েছেন তুহিন।

সর্বশেষ খবর