বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

সুখবর আসছে শিল্পীদের জন্য : জায়েদ খান

শোবিজ প্রতিবেদক

সুখবর আসছে শিল্পীদের জন্য : জায়েদ খান

সুখবর আসছে চলচ্চিত্র শিল্পী-কলাকুশলীদের জন্য। গঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী-কলাকুশলী কল্যাণ ট্রাস্ট। আগামী অক্টোবর মাসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ঘোষণা দেবেন। এ তথ্য জানালেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, শিল্পী সমিতির বর্তমান কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় প্রথম ধাপে ৫০ কোটি টাকার এই ফান্ড চূড়ান্ত করেছে। তাই এখন থেকে আর্থিকভাবে অসহায় কোনো শিল্পীকে আর দুর্দশায় পড়তে হবে না।

জায়েদ খান বলেন, শিল্পীদের কর্মসংস্থানের বিষয়ে শিল্পী সমিতি চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রযোজকদের মধ্যে ব্যবসায় মুনাফার আস্থা ফিরিয়ে এনে চলচ্চিত্র নির্মাণ বৃদ্ধি করা হবে। এতে শিল্পী-কলাকুশলীদের কর্মসংস্থান নিশ্চিত হবে। জায়েদ খান আরও জানান, শিল্পী সমিতির উদ্যোগে প্রায় ৩০ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চিত্রগ্রাহক ও ফাইট ডিরেক্টরদের অন্তর্ভুক্ত করেছে সরকার। তিনি বলেন, নতুন শিল্পীরা যেন কাজে দক্ষতা দেখিয়ে টিকে থাকতে পারে এর জন্য সমিতি তাদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করবে। তার কথায় সবই সম্ভব হয়েছে মিশা সওদাগরের মতো একজন দক্ষ ও বিচক্ষণ সভাপতির সহযোগিতার কারণে।

সর্বশেষ খবর