বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বেমানান অনুভব

শোবিজ প্রতিবেদক

বেমানান অনুভব

নাটক ও চলচ্চিত্রে নায়ক-নায়িকাদের বাইরেও কিছু চরিত্র হয়ে উঠে প্রাসঙ্গিক। যেসব চরিত্রের অনবদ্য অভিনয় দেখে দর্শক হন মুগ্ধ। এমন কিছু চরিত্রে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নিয়েছেন অভিনেতা অনুভব মাহাবুব। দীর্ঘ বছর ধরেই নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে তার সরব উপস্থিতি। সেই ধারাবাহিকতায় এই সময়ে তিনি ব্যস্ত রয়েছেন চারটি ধারাবাহিক ও কিছু একক নাটক নিয়ে। প্রচারিত চারটি ধারাবাহিকে তাকে চারটি ভিন্ন চরিত্রে দেখা যায়। চারটি ছেলেকে নিয়ে গড়ে উঠা মেসের কাহিনি নিয়ে বৈশাখী টেলিভিশনে প্রচারিত সকাল আহমেদের ‘শান্তিপুরীতে অশান্তি’ নাটকে তিনি অভিনয় করেছেন। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে শিহাব শাহীনের ‘বেমানান’। যেখানে তিনি হাউস টিউটর চরিত্রে রয়েছেন। এছাড়াও বৈশাখী টেলিভিশনের ফরিদুল হাসানের ‘কমেডি ৪২০’-এ মেকাপম্যান ও বাংলাভিশনে অনিমেষ আইচের ‘বি গুড বি ব্যাড অ্যান্ড বি আগলি’ নাটকে তিনি করেছেন কোরিওগ্রাফারের চরিত্র। ঈদে প্রচারিত তপু খানের ‘কি করে তোকে ভুলব’ এবং নঈম ইমতিয়াজের ‘আঁধার কুমুদ’ নাটকে তার অভিনয় দর্শক প্রশংসিত হয়। এদিকে অক্টোবরের ৪ তারিখে তার অভিনীত ‘শাহেনশাহ’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। এর আগে তিনি ৩টি চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’, ‘ধ্যাততেরিকি’ ও ‘নোলক’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয়ে হাতেখড়ি ফারুকী ভাই’র মাধ্যমে। এরপর বেশকিছু নাটক-চলচ্চিত্রে কাজ করেছি। আমি আসলে ভালো কিছু চলচ্চিত্রে অভিনয় করতে চাই এবং অভিনয় নিয়েই থাকতে চাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর