শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মিমির ৪ নাটক

শোবিজ প্রতিবেদক

মিমির ৪ নাটক

ঢাকার একটি পুরনো বনেদি বাড়ি দখলের চেষ্টায় ডেভেলপার কোম্পানি। ‘যখন কেঁচো খুঁড়তে শুরু করেন, তখন ধীরে ধীরে বের হয়ে আসতে শুরু করে এই বাড়ির আসল ইতিহাস। যে ইতিহাসের শুরু সেই উনিশশ সাতচল্লি­শ সালে, যখন সব মানুষের সুখী সুন্দর সহাবস্থানের এই বাংলা রঞ্জিত হয়েছিল সাম্প্রদায়িকতার লাল রক্তে, যখন একসঙ্গে ঘুড়ি ওড়াতে ওড়াতে বড় হওয়া দুই বাল্যবন্ধু আনোয়ার ও নিরঞ্জন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সীমান্তের দুই পারে। ইতিহাস আবারও মুখোমুখি দাঁড় করায় সেই দুই বন্ধুর পরিবারের দুই তরুণ সদস্য সুমন আর সুরঞ্জনাকে। তাদের ঘিরে আবারও শুরু হয় লোভ আর সাম্প্রদায়িকতার খেলা।’ এমনই বিষয় নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘সমান্তরাল’। নজরুল ইসলামের রচনায় নাটকটি নির্মাণ করেছেন আফসানা মিমি। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, মামুনুর রশীদ, সজল নূর প্রমুখ।

বিরতিহীন এই নাটকটি প্রচার হবে চ্যানেল আইয়ে আজ সন্ধ্যা ৭.৫০ মিনিটে। বাকি তিনটি নাটক হচ্ছে নৈঋত, বহ্নি এবং বিপ্রতীপ। নাটকগুলো প্রচারিত হবে যথাক্রমে ২০ ও ২৭ সেপ্টেম্বর, ৪ ও ১১ অক্টোবর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর