শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নগর জুড়ে ছুটির আমেজ

নগর জুড়ে ছুটির আমেজ

‘ঈর্ষা’ নাটকের একটি দৃশ্য

প্রদর্শনী

গ্যালারি কায়ার দলীয় প্রদর্শনী ‘১৭’

বরেণ্য ১৭ শিল্পীর শিল্পকর্ম নিয়ে আজ উত্তরার গ্যালারি কায়ায় শুরু হচ্ছে ষোলো দিনের দলীয় প্রদর্শনী।

প্রদর্শনীতে থাকছে শিল্পী আমিনুল ইসলাম, মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, কালীদাস কর্মকার, চন্দ্র শেখর দে, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, কাজী রাকিব, রণজিৎ দাস, আহমেদ শামসুদ্দোহা,

শেখ আফজাল, শিশির ভট্টাচার্য ও মোহাম্মদ ইকবালের শিল্পকর্ম।

প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

৫ অক্টোবর শেষ হবে ষোলো দিনের এ প্রদর্শনী।

নাটক

সৈয়দ শামসুল হকের প্রয়াণ মাসে প্রাঙ্গণেমোরের ‘ঈর্ষা’

শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হবে। এটি প্রাঙ্গণেমোর নাট্যদলের অষ্টম প্রযোজনা। সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটকটি।

সৈয়দ শামসুল হক রচিত নাটকটির নির্দেশনায় রয়েছেন অনন্ত হীরা। এই নাটকটিতে অভিনয় করবেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হীরা।

 

অন্যান্য

আজ শুরু হচ্ছে ‘চতুর্দশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও

সাংস্কৃতিক উৎসব ২০১৯’

শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আজ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘চতুর্দশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯’।

 

সংবৃতার আবৃত্তি উৎসব

আজ শুক্রবার পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হচ্ছে আবৃত্তির সংগঠন সংবৃতার দুই দিনের আবৃত্তি উৎসব।

 

জাদুঘরে গান ও কবিতার আয়োজন ‘বৈঠকী’

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আজ শুক্রবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে গান ও কবিতার অনন্য আসর ‘বৈঠকী’। সন্ধ্যা সাড়ে ছয়টার এ আসরে অংশ নিচ্ছেন শিহাব শাহরিয়ার, দেবলীনা সুর দোলা প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর