রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুই দিনব্যাপী হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

শোবিজ প্রতিবেদক

দুই দিনব্যাপী হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে নিউইয়র্কে দুই দিনব্যাপী হুমায়ূন উৎসব শুরু হয়েছে। শো-টাইম মিউজিকের আয়োজনে এবং হুমায়ূন আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় এ সম্মেলনটির প্রধান সমন্বয়কারী মেহের আফরোজ শাওন। দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের সভাপতিত্বে এবং শামীম শাহেদের উপস্থাপনায় সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় হুমায়ূন আহমেদের গান, নাটক ও চলচ্চিত্র শিল্পীদের নিয়ে স্মৃতিচারণ। যেখানে ছিলেন রেখা আহমেদ, লুৎফর নাহার লতা, মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, তৃষ্ণা মাহমুদ, সেলিম চৌধুরী, মীর সাব্বির, স্বাধীন খসরু, সালমা রোজী এবং সিরাজুল কবির কমল। চন্দ্রা ব্যানার্জির পরিচালনায় নৃত্যাঞ্জলির পরিবেশনায় হয় নৃত্যানুষ্ঠান। সংগীত পরিবেশনায় ছিলেন শিল্পী সেলিম চৌধুরী। এদিকে আজ হুমায়ূন আহমেদের রচনায় প্রিয় কিছু অভিনয়শিল্পীর অংশগ্রহণে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়িত হবে মঞ্চনাটক ‘ঘটনা সামান্য’। নির্দেশনায় ফরহাদ হোসেন। অভিনয়ে কাজী খুরশিদ উজ জামান উৎপল, শিরীন বকুল, টনি ডায়েস, প্রিয়া ডায়েসসহ ফরহাদ হোসেন ও নাজিয়া জাহান। নাটকটির গল্প প্রসঙ্গে মেহের আফরোজ শাওন ফেসবুকে লেখেন, ‘সেজেগুজে ফিটফাট হয়ে পরিবারের সবাই মিলে বাইরে খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ যদি দেখতে পান বাড়ির সামনের উঠোনে একটা লাশ পড়ে আছে তাহলে আপনার মানসিক অবস্থা কেমন হবে? কী করবেন আপনি? পুলিশকে জানাবেন? পুলিশ যদি ভাবে খুনটা আপনি করেছেন! তার ওপর নিজ বাড়ির দুই-একজন সদস্যই যদি সন্দেহের চোখে আপনার দিকে তাকায়! দ্রুত ভেবে নিয়ে আপনি একখানা বস্তায় ভরে ফেললেন লাশটি। তারপর যেই না বস্তার মুখ সেলাই করতে গেছেন তখন...।’ টনি ডায়েস বলেন, ‘আজ সবাই মিলে হুমায়ূন আহমেদের গল্প নিয়ে লেখা নাটকে অভিনয় করছি। এটি নিউইয়র্কের মঞ্চে আমার প্রথম অভিনয়।’

সর্বশেষ খবর