রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মুখর এফডিসি

আলাউদ্দীন মাজিদ

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মুখর এফডিসি

১৮ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে এফডিসিতে বসেছে প্রাণের মেলা। এফডিসির সর্বত্রই এখন উৎসবমুখর আমেজ। ৪ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা হবে। বর্তমানে দুটি প্যানেলের নাম শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর-জায়েদ খান এবং অভিনেত্রী মৌসুমী ও চিত্রনায়ক ডি এ তায়েব প্যানেল। মিশা সওদাগরের বক্তব্য হলো- সিনিয়র-জুনিয়র সদস্যদের অনুরোধে আবার নির্বাচন করতে যাচ্ছি। গত টার্মে নির্বাচনী ইশতেহারের প্রায় ৯০ ভাগ পূরণ করেছি। বাকি ১০ ভাগ আর নতুন কিছু পরিকল্পনা এবার বাস্তবায়ন করব। আমার প্রতিপক্ষ অভিনেত্রী মৌসুমীর জন্য শুভ কামনা রইল। নির্বাচনে যেহেতু হার-জিত থাকে তাই তিনি যদি জেতেন আমি তা সাদরে মেনে নেব। মৌসুমী বলেন, সমিতি হলো পারিবারিক ও সেবামূলক সংগঠন। সবার মঙ্গলের জন্য সবার পাশে থাকব। এমন কোনো অঙ্গীকার করতে চাই না যেটা পূরণ করতে পারব না। তবে শতভাগ চেষ্টা থাকবে আমার। সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দিন শেষে গ্রহণযোগ্য ফলাফল আশা করছি। ডি এ তায়েব বলেন, চলচ্চিত্র শিল্পীরা ইতিমধ্যে শিল্পী ঐক্যজোটের সভাপতি হিসেবে শিল্পীদের কল্যাণে আমার কার্যক্রম দেখেছে বলেই তাদের অনুরোধে নির্বাচনে অংশ নিচ্ছি। হার-জিত আমার কাছে মুখ্য নয়, শিল্পীদের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং যাব। আমার অভিনীত মাত্র দুটি ছবি ‘সোনা বন্ধু’ ও ‘অন্ধকার জগৎ’ মুক্তি পেয়েছে। মাত্র দুটি ছবির মাধ্যমে যে অফুরন্ত দর্শক ভালোবাসা পেয়েছি তা অবর্ণনীয়। সবই সম্ভব হয়েছে সৃষ্টিকর্তার রহমত, বাবা-মায়ের দোয়া এবং সবার ভালোবাসার কারণে। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এখন সবার কল্যাণ করে যেতে চাই। মিশা-জায়েদ প্যানেলের জন্যও রইল শুভকামনা। মৌসুমীর মতো বড়মাপের জনপ্রিয় অভিনেত্রীকে সভাপতি হিসেবে পেলে সদস্যরা একজন কর্মঠ ও গ্রহণযোগ্য কর্মকর্তা পাবেন। জায়েদ খান বলেন, জুনিয়র-সিনিয়রদের অনুরোধে আবার প্রার্থী হচ্ছি। গত টার্মে সবাই আমার কাজ দেখেছেন। তারা চাইছেন আমি যেন আরেকবার নেতৃত্বে এসে বাকি এবং নতুন কাজ দিয়ে সদস্যদের কল্যাণে আবার ভূমিকা রাখতে পারি। মৌসুমী আপা আর ডি এ তায়েব ভাইয়ের প্যানেলের প্রতি রইল আমার শুভকামনা। আসলে হার-জিত বড় কথা নয়। মূল লক্ষ্য হলো কাজ। কাজ করে যেতে চাই।

সর্বশেষ খবর