সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
ইন্টারভিউ → অর্ষা

তিনটি সিরিয়ালে কাজ করছি

দর্শকপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। দোদুলের ‘সাতকাহন’-এ দীপাবলী চরিত্রে অভিনয় করে ব্যাপক দর্শকগ্রহণযোগ্যতা পান। এরপর বিভিন্ন গল্পনির্ভর নাটকে অভিনয় করে নিজের ক্যারিয়ার সমৃদ্ধ করেন। সাম্প্রতিক সময়ে বেশ কিছু চ্যালেঞ্জিং চরিত্র ও ভিন্ন স্বাদের কাজ দিয়ে দর্শক নজর কেড়েছেন। সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন- পান্থ আফজাল

তিনটি সিরিয়ালে কাজ করছি

কেমন আছেন? কোন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত?

জি, ভালো আছি। মানিকগঞ্জে আছি। একটি সিঙ্গেল নাটকের শুটিং করছি। নাম ‘ভোরের ডুমুর’। দয়াল সাহার রচনায় এটি পরিচালনা করছেন সুব্রত।

 

এটি ছাড়া আর কোন একক নাটকে কাজ করছেন?

একটি স্ক্রিপ্ট আমার হাতে এসেছে। মেহেদী হাসান জনির ‘আই অ্যাম দ্য ওয়ান’।

 

একক নাটকে কম দেখা যাচ্ছে কী?

করছি। এখন ধারাবাহিকের পাশাপাশি একক কিছু নাটকেও অভিনয় করছি।

 

তাহলে বেশকিছু ধারাবাহিকে অভিনয় নিয়ে ব্যস্ত...

বর্তমানে তিনটি সিরিয়ালে কাজ করছি।

 

সেগুলোর নাম কি?

‘ভদ্রপাড়া’, ‘ঘুমন্ত শহরে’ এবং ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’। ‘ভদ্রপাড়া’ যাচ্ছে বাংলাভিশনে। বাকি দুইটি এনটিভি ও আরটিভিতে যাচ্ছে।

 

‘ভদ্রপাড়া’ বিষয়ে জানতে চাই...

‘ভদ্রপাড়া’ ইতিমধ্যে প্রচার শুরু হয়েছে। নাটকটি বৃন্দাবন দাসের রচনা। পরিচালনা করেছেন সকাল আহমেদ।

 

এটির গল্প কি নিয়ে?

নানা কারণে আমাদের দেশের চোর-ডাকাতরা বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ে। কিন্তু আমরা তাদের ছোট করে দেখি। অন্যদিকে সমাজের ভদ্রলোকেরা নানারকম খারাপ কাজ করি, মানুষের ক্ষতি করি।

 

কাজটি কেমন হচ্ছে?

অনেক ইনজয় করছি। কো-আর্টিস্ট হিসেবে তো চঞ্চল

ভাই, খুশি আপা, বাবু ভাই দুর্দান্ত। ডে-ওয়ান থেকে তাদের সঙ্গে আমার অনেক সিংক। আর বৃন্দাবনদার স্ক্রিপ্টের যেটা খুবই ইন্টারেস্টিং পার্ট তা হচ্ছে, স্বাভাবিক বা সহজ-সরল সিচুয়েশনের মধ্যে হুট করে মোরালিটি চলে আসা। একরকমের ভাবার্থ সৃষ্টি হয়। আপস অ্যান্ড ডাউনসের ব্যাপারগুলো খুবই অ™ভুত! যা এখনকার স্ক্রিপ্টে খুবই কম পাওয়া যায়।

 

কোন চিত্রশিল্পীর কাজ আপনাকে আকর্ষণ করে?

দেশের বাইরে হলে ভ্যানগগের কাজ। আর আমাদের দেশের হলে শাহাবুদ্দিন স্যারের কাজ। এ সময়ের কিছু গ্রাফিতি আর্টিস্ট আছেন, আমি তাদের ফলো করি।

 

নতুন কোন চলচ্চিত্রে দেখা যাবে?

একটি করার কথা ছিল, তবে শেষ পর্যন্ত আর হয়নি। তবে ভালো গল্প ও নির্মাতা পেলে অবশ্যই করব।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর