শিরোনাম
বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অভিনয়ে সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তাফা

শোবিজ প্রতিবেদক

অভিনয়ে সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তাফা

বাংলাভিশনের সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তাফা। টিভি খুললেই নিয়মিত সংবাদ পড়তে দেখা যায় তাকে। সংবাদ পাঠিকা হিসেবে পার করেছেন দীর্ঘ সাত বছর। ইতিমধ্যে সবার কাছে প্রিয় সংবাদ উপস্থাপক হিসেবে পরিচিতি পেয়েছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল গবেষণার ছাত্রী। নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হিসেবেও কর্মরত রয়েছেন। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজেকে পর্দায় দেখার। সংবাদ উপস্থাপক হিসেবে সেই ইচ্ছার কিছুটা পূরণ হলেও এবার সম্পূর্ণভাবে নিজেকে মেলে ধরলেন। অভিনয় করলেন একটি নাটকে। যেটি আবার গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীর নির্মাণে। প্রীতি দত্তের রচনায় নাটকটির নাম ‘সংসার’ (নাম পরিবর্তন হতে পারে)। রেহনুমার বিপরীতে রয়েছেন সুদর্শন ইরফান সাজ্জাদ। নাটকে ইরফান তার হাজবেন্ডের চরিত্র করেছেন। পারিবারিক আবহে নির্মিত এ নাটকে আরও রয়েছেন আবুল হায়াত, মিলি বাশার প্রমুখ। রেহনুমা বলেন, ‘ইচ্ছা ছিল নিজেকে পর্দায় দেখার। সে ইচ্ছা থেকেই সংবাদ পাঠিকার পেশায় আসা। এই কাজটি আমি ভীষণ উপভোগ করি। তবে মিডিয়ার অন্য কাজ করতেও আগ্রহী ছিলাম। সেই হিসেবে জীবনে প্রথমবারের মতো অভিনয় করছি। অভিনয় করার অনেক প্রস্তাব ছিল, কিন্তু করা হয়নি। হঠাৎ করেই এই কাজটি করা। সামনে ব্যাটে-বলে মিলে গেলে আরও করব।’ ফেনীর মেয়ে রেহনুমা মোস্তাফা। বাবা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নুরুল মোস্তাফা। আন্তর্জাতিকভাবে ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথিও হয়েছেন তিনি।

সর্বশেষ খবর