বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সেই ইমরান এই ইমরান

শোবিজ প্রতিবেদক

সেই ইমরান এই ইমরান

‘মধু হই হই আরে বিষ হাওয়াইলা’ গানটির মধ্য দিয়ে ইউটিউবের বেশ জনপ্রিয়তা পায় জাহিদ। আর এই জাহিদকে সবার মাঝে পরিচিত করে দেওয়ার কাজটি যিনি করেছিলেন তিনি সংগীতশিল্পী ইমরান হোসেন। তিনি গান গেয়ে থাকেন ইউকেলেলে বাজিয়ে। একসময় অজপাড়াগাঁয়ে বসে ইউকেলেলে বাজিয়ে গাইতেন ইংরেজি গান। এখন গাইছেন ফোক ও বাউল গান। গানের সঙ্গে ফেসবুকে করেন লাইভ। যেটা অল্প সময়েই হয়ে যায় ভাইরাল। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সুবিধাবঞ্চিত প্রতিভাবান শিশুকে খুঁজে বের করে ফেসবুক লাইভ করেন। জাহিদের মতো একে একে খুঁজে বের করেছেন নেত্রকোনার চাঁদ, নৌকাচালক রাশেদ, সিংড়ার জেলে পরিবারের শিশু জিল্লুর ও ময়মনসিংহের দৃষ্টিপ্রতিবন্ধী সায়েমকে। বন্ধুদের নিয়ে গড়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেড ইন বাংলাদেশ’। ইমরান গো এক্সপ্লোর প্রজেক্টে বাপ্পা মজুমদারের কম্পোজিশনে দুইটি গান কাভার করেছেন। ইউরোপ ব্যান্ডের জন্মদিনে করেছেন ‘ক্যারি’ নামের ইংরেজি গানটি। যেটি মিউজিক ভিডিও আকারে অচিরেই প্রকাশ পাবে। তিনি কিছুদিন আগে প্রয়াত আইয়ুব বাচ্চুর দেওয়া নিজের ব্যান্ড ‘সুতরাং’-এর জন্য দুইটি গান প্রস্তুত করেছেন। তার স্বপ্ন সুবিধাবঞ্চিত ট্যালেন্ডেড শিশুদের নিজে কাজ করা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর