শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

মিশা-জায়েদের প্রতিপক্ষ মৌসুমী-কোবরা

শোবিজ প্রতিবেদক

মিশা-জায়েদের প্রতিপক্ষ মৌসুমী-কোবরা

অবশেষে হিসাব-নিকাশ পাল্টে গেল। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এখন প্যানেল দুটি নয়, একটি। সেটি হলো মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। আর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুই স্বতন্ত্র প্রার্থী হলেন- যথাক্রমে মৌসুমী ও ইলিয়াস কোবরা। এরাই এখন নির্বাচনে লড়বেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সমিতির ২১ পদের জন্য মিশা-জায়েদ প্যানেলের ২১ প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেও অপর প্যানেল থেকে মৌসুমী আসেন একা। তিনি জানান প্যানেল নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই সভাপতির পদে তিনি লড়বেন। তিনি অভিযোগ করে বলেন, ‘প্যানেল করতে পারলাম না। স্বতন্ত্রভাবে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলাম। কারণ যারা আমাকে সভাপতি করে প্যানেল তৈরিতে পরামর্শ, সাহস দিয়েছিলেন, তারা সরে গেছেন। নির্বাচনে আমার সঙ্গে কেউ নেই। কয়েকদিন ধরে একটি মহল আড়াল থেকে বাধা সৃষ্টি করে আসছিল। আমার সঙ্গে যারা ছিলেন, সবাইকে নির্বাচন না করতে প্রভাবিত করেছেন। এমনকি আমাকেও সরে যাওয়ার জন্য বলা হয়েছে। যা একজন শিল্পী হিসেবে প্রত্যাশা করিনি।’ আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বিকাল পাঁচটায় প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। সেদিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর