রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্রদর্শক সমিতির নির্বাচন স্থগিত

শোবিজ প্রতিবেদক

অনিয়মের অভিযোগে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় (টি. ও-২ শাখা) থেকে এমন তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগগুলো তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সেলিম হোসেনকে দায়িত্বও প্রদান করা হয়েছে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির বর্তমান কমিটির বিরুদ্ধে মো. আতিকুর রহমান, মেসার্স আলিম সিনেমাসহ আরও ১১০ জন আবেদনকারী অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে তদন্ত করার ও নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অভিযোগে বলা হয়, সংগঠনের নির্বাচনী তফসিল ভোটারদের সঠিকভাবে ও সঠিক নিয়মে জানানো হয়নি। কারচুপির মাধ্যমে মনোনয়নপত্র দেওয়া হয়েছে এবং অনেক প্রার্থীকে মনোনয়নপত্র দেওয়া হয়নি। বেশিরভাগ সদস্যকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয়েছে। একই তারিখে চাঁদা নিয়ে কারচুপির মাধ্যমে কাউকে মেম্বার বানানো হয়েছে, কাউকে মেম্বার বানানো হয়নি। ২ অক্টোবর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সর্বশেষ খবর